আজকাল ওয়েবডেস্কঃকনুইয়ের কালো ছোপ অনেক সময়ই পছন্দের জামা কাপড় পড়তে গিয়ে অস্বস্তিতে ফেলে। কনুই চেপে বসার ফলে সেথানে মৃত কোষের স্তর জমতে থাকে। তারপর রোদে বেশিক্ষণ থাকলে তা হাইপার পিগমেন্টেশনের রুপ নেয়। ত্বকের যত্ন নিতে গেলে অনেক সময় আমরা মুখ, হাত,পায়ের যত্ন নেওয়া হয় না। তাই হাঁটু বা কনুইও অবহেলিত হয়। এই জেদি কালো দাগ দিনের পর দিন বাড়তে থাকে। যা সহজে কমিয়ে নিতে পারেন বাজারের নানান প্রসাধনীর দ্বারা। তাই ঘরোয়া এই উপায়ে আপনি দাগ থেকে মুক্তি পেতে ভরসা রাখুন এই প্যাকে।
একটি বাটিতে অর্ধেক টমেটোর রস, এক চামচ করে কফি পাউডার ও চালের গুঁড়ো নিন। সঙ্গে দিন এক চামচ টকদই। ভাল মতো মিশিয়ে পেস্ট তৈরি করুন। যে সমস্ত জায়গায় খুব ট্যান পড়ে আছে বা কনুই ও হাঁটুর জেদি কালচে দাগছোপের উপর লাগিয়ে রাখুন এই প্যাক। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
টক দই প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। এমনকী ত্বকের কালো ছোপ সারিয়ে তুলতে এই টক দই বেশ কার্যকরী। ফেসিয়াল স্ক্রাব হিসেবে চালের গুঁড়ো ব্যবহার করা যায় অনায়াসেই। কারণ এটি প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে বেজায় কার্যকরী। তাই তো ত্বকে লাগানোর সঙ্গে সঙ্গে মৃত কোষের স্তর পরিষ্কার হয়ে যাবে নিমেষেই। এমনকী মুখে বয়সের ছাপও আর পড়বে না। এদিকে চালের গুঁড়োতে উপস্থিত ফাইটিক অ্যাসিড একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করবে ত্বকের অন্দরে, যা স্কিনের জেল্লা বাড়াবে অল্পদিনে। তাই এই প্রাকৃতিক উপাদানটিকে জায়গা করে দিতেই হবে আপনার স্কিনকেয়ার রুটিনে।
