আজকাল ওয়েব ডেস্কঃ দই, চিনি, মিষ্টি, ভাত বা যেকোনও খাবারই হোক না কেন, কয়েক সেকেন্ডের মধ্যে সারিবদ্ধভাবে তারা এসে উপস্থিত হন।লাল বা কালো উভয়েরই বাড়ি ও রান্নাঘরে যত্রতত্র বিচরণ।বিশেষ করে গরম ও বর্ষাকালে এদের উপদ্রব আরও বেড়ে যায়।খাবারের একটা কণা দেখলেই সব ভিড় করে ছেঁকে ধরে। বৃষ্টির দিনে এই পিঁপড়েদের জ্বালায় অস্থির অনেক গৃহস্থই।আলমারির পেছনে হোক কিংবা রান্নাঘরের কোণে, বারান্দায় এমনকি বইয়ের তাকেও সারা ক্ষণ লাইন দিয়ে তারা হেঁটে চলে বেড়ায় তারা।
অনেকেই এদের এই জ্বালায় এদের উৎখাতের জন্য স্প্রে ব্যবহার করেন কিন্তু স্প্রে'তে থাকা রাসায়নিক কিছু শারীরিক সমস্যার কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, একমাত্র প্রাকৃতিক উপায়েই পিঁপড়ে তাড়ানো সম্ভব।ঘরোয়া এইসব পদ্ধতি ব্যবহার করলে পিঁপড়েরা আপনার বাড়ির পথ ভুলে যাবে।
এক গ্লাস জল নিন।এর সঙ্গে এক চামচ হিং ও দু'চামচ ডেটল দিন।ভাল করে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে রাখুন।রান্নাঘর এবং বাড়ির যেসব জায়গায় পিঁপড়ের উপদ্রব হয়েছে সেখানে এই মিশ্রণটি স্প্রে করুন।ভাল ফলাফল পেতে রাতে সব কাজ শেষ করে তারপর ছিটিয়ে রাখলে পিঁপড়ের বংশ নাশ হবে।
আবার রান্নাঘরে কিছু জেদি দাগ থাকে যা শুধু সাবান জল দিয়ে পরিষ্কার করলে উঠতে চায় না। পুরনো হয়ে গেলে সেই দাগ তোলা প্রায় অসম্ভব হয়ে পড়ে।এই ঘরোয়া উপায়ে একবার চেষ্টা করে দেখুন। এক গ্লাস জলে এক চামচ ভিনিগার এবং ১০ ফোঁটা করে ডিশ ওয়াশ জেল ও পেপার মিন্ট তেল নিন। সম্পূর্ণ মিশ্রনটি ভাল করে মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন।এই মিশ্রণটি ফ্রিজে রাখতে ভুলবেন না।
শুধু পোকামাকড় বা পিঁপড়ে তাড়ানোর জন্যই নয়, এই মিশ্রণ বাড়ির যেকোনও নোংরা ও জেদি দাগকে তুলতে মোক্ষম অস্ত্র হিসেবে কাজ করে। টাইলস, গ্যাস ওভেন , ফ্রিজ, মাইক্রোওয়েভ সমস্ত কিছুকে নিমেষে পরিষ্কার করে এই মিশ্রণ।
ভিনিগার ও পেপারমিন্ট তেল ন্যাচারাল পোকামাকড় রিপেলেন্ট
হিসেবে কাজ করে।
