আজকাল ওয়েবডেস্কঃ শহরে শীত হাজির। ঠান্ডার আঁচ বেশ ভালই অনুভূত হচ্ছে। ত্বকও তাই জানান দিচ্ছে। ত্বকের সর্বত্রই টান ধরা, শুষ্কতা শুরু হয়ে গেছে। খসখস করছে ও টানটান ভাব মনে হচ্ছে। এই সময়ে ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। না হলে হতে পারে একাধিক সমস্যা। ত্বক ফেটে কুঁচকে যাওয়া , রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে যায়। শীতকালে ত্বকের মধ্যেকার জলীয়ভাগ কমে যাওয়ার কারণেই এই সমস্যাগুলি দেখা যায়। ঠান্ডায় সাধারণত জল খাওয়াও কম হয়। তাই ত্বক ডিহাইড্রেটেড হয়ে যায়। ত্বকের এই অবস্থাকে বদলে দিতে ঘরোয়া টোটকায় ভরসা রাখুন। জেনে নিন কীভাবে বানাবেন এই ঘরোয়া ক্রিম।
হাফ কাপ আমন্ড বাদাম সারারাত ভিজিয়ে রাখুন। পরেরদিন ভেজানো বাদামের খোসা ছাড়িয়ে নিন। ব্লেন্ডারে দিয়ে দিন। এর উপর এক চামচ গোলাপ জল দিয়ে দিন। ভাল করে ব্লেন্ড করে নিন। একটি পাত্রে ব্লেন্ড করা মিশ্রণটি ছেঁকে নিন। এর উপর একে একে এক চামচ আমন্ড অয়েল, দুটি ভিটামিন ই ক্যাপসুল ও দু'চামচ অ্যালোভেরা জেল দিন। সমস্ত মিশ্রণটি আবার ভাল করে মিশিয়ে নিন। ক্রিমের আকারে তৈরি হয়ে গেলে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে রাখুন। এই ক্রিম আপনি এক মাস পর্যন্ত রেখে ব্যবহার করতে পারেন। সারা শীতকাল রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে, ঘাড়ে ও গলায় ম্যাসাজ করুন এই আমন্ড বাদাম ক্রিম।
আমন্ড বাদাম ত্বককে হাইড্রেট করে, ময়শ্চারাইজ করে। আমন্ডে থাকা ভিটামিন এ,ভিটামিন ই, ভিটামিন বি-7, এবং জিঙ্কের মতো পুষ্টি উপাদান ত্বককে রক্ষা ও হাইড্রেট করে। আমন্ড বাদাম ত্বকের রঙকে উজ্জ্বল করে এবং এটিকে নরম ও মসৃণ করে।
মুখকে ইউভি বিকিরণ ও প্রদাহ থেকে রক্ষা করে ত্বকের পুষ্টি জোগাতে সাহায্য করে আমন্ড। এটি ত্বকের ভেতরে প্রবেশ করে এবং ছিদ্রগুলিতে জমা হওয়া ময়লাকে টেনে বের করে ত্বকের রক্ত চলাচলে সাহায্য করে। ব্ল্যাকহেডস ও ব্রণ প্রতিরোধেও সাহায্য করে।
