আজকাল ওয়েব ডেস্ক: বয়স ক্রমাগত বাড়তে থাকলে কালের নিয়মে সকলেরই বয়সের সেই ছাপ দেখা যায় আমাদের চোখে মুখে।ত্বক কুঁচকে যাওয়ার পাশাপাশি ঝুলে যায় চামড়াও। মুখে ভিড় বাড়ে বলিরেখাদের। মূলত এখনকার এই ব্যস্ততার মাঝে ঘরে বাইরে নানা ধরনের স্ট্রেস, অপর্যাপ্ত ঘুম এবং অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে ৩০ বছরের পর থেকেই ত্বকে এই পরিবর্তন দেখা দিতে শুরু করে। ত্বকে কোলাজেনের উৎপাদন কমলেই এ সব সমস্যা দানা বাঁধতে শুরু করে।
ত্বকের এমন দশা মেনে নিতে পারেন না কেওই।ত্বক নিয়ে চিন্তায় তখন উদ্বেগের শেষ থাকে না। আয়নার সামনে দাঁড়িয়ে কপালে গভীর চিন্তার ভাঁজ না ফেলে নিজেই নিজের ত্বকের ত্বকের যত্ন নিন।এই ঘরোয়া উপায়ে তৈরি অ্যান্টি এজিং ফেস ক্রিমের অসামান্য ফলাফল আপনাকে অবাক করে দেবে।
প্রথমে একটি গোটা মৌসুম্বি লেবু বা পাতিলেবুর খোসা ছাড়িয়ে কুচিয়ে নিন।একটি বাটিতে খোসাগুলো রেখে প্রয়োজন মতো গোলাপ জল দিয়ে ভিজিয়ে রাখুন আধঘন্টা।খোসা ভিজে নরম হয়ে এলে মিক্সারে মিহি করে পেস্ট করে নিন।ভাল করে ছেঁকে নিন মিশ্রণটি।এতে এবার দু'চামচ অ্যালোভেরা জেল দিন। সঙ্গে দিন দু'টো ভিটামিন ই ক্যাপসুল এবং হাফ চামচ আমন্ড অয়েল। সম্পূর্ণ মিশ্রনটি খুব ভাল করে মিশিয়ে নিন।একটি কাচের বোতলে ভরে রাখুন তিন থেকে চার সপ্তাহ।
যদি ত্বকে অতিরিক্ত বয়সের ছাপ ও বলিরেখা পড়ে থাকে তবে দিনে দু'বার আর কম বলিরেখার জন্য শুধুমাত্র রাতে ঘুমোতে যাওয়ার আগে এই ক্রিম নিয়ে মুখের চারপাশে ভাল মতো ম্যাসাজ করুন।
লেবুতে থাকা ভিটামিন সি ত্বকের মেলানিন উৎপাদন কমায়, ফলে কালো দাগ ও হাইপারপিগমেন্টেশন দূর হয়। ত্বকের বয়স কমাতে মোক্ষম অস্ত্র লেবুর খোসা।অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিসেপটিক উপাদান ত্বকের কালো দাগ ও বলিরেখা দূর করে। এর অ্যান্টি-ফাংগাল উপাদান ত্বকের জন্য গুরুত্বপূর্ণ। লেবু ত্বকের লোমকূপের গোড়া পরিষ্কার করে।আমন্ড অয়েলও ত্বকের যত্নে ভীষণ কার্যকরী।
