প্যাচপ্যাচে গরমের পর বর্ষাকাল স্বস্তি নিয়ে আসে বটে! কিন্তু বৃষ্টির হাত ধরেই হাজির হয় একগুচ্ছ সমস্যা। বর্ষাকালে সব কিছুরই বাড়তি যত্ন নিতে হয়। আপনার বাড়ির গাছও ব্যতিক্রম নয়। বাড়িতে এক টুকরো সবুজ থাকলেই নিমেষে ভাল হয়ে যায় মন। বাড়তি প্রাপ্তি দূষণ থেকে মুক্তি, পর্যাপ্ত অক্সিজেন এসব কিছু তো রয়েছেই। এখন ফ্ল্যাটবাড়ির দৌলতে বেশিরভাগ মানুষেরই আলাদা করে বাগান করার সুযোগ নেই। অগত্যা ভরসা ব্যালকনি কিংবা বেডরুমের কোণা, কেউ আবার ছাদে কিংবা জানালায় গাছের পরিচর্য়া করেন। বর্ষাকাল নতুন গাছ বসানোর ক্ষেত্রে একেবারে উপযুক্ত সময় হলেও সঠিক যত্ন না নিলে এই সময়ে গাছের ক্ষতিও হতে পারে। এমনকী বর্ষাকালে গাছের যত্ন নেওয়াও যে সবচেয়ে কঠিন! মাঝেমধ্যেই ঝেঁপে বৃষ্টি, সঙ্গে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, অতিরিক্ত আর্দ্রতা, ছত্রাক ও পোকামাকড়ের কারণে এই সময়ে অনেক গাছই শুকিয়ে যায় বা পাতা ঝরে পড়ে। তবে বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে কয়েকটি নিয়ম মানলেই গাছকে সুস্থ রাখা সম্ভব।
• মাটির যত্ন নিনঃ বর্ষাকালে গাছের গোড়ায় কিংবা টবে জল জমলে শিকড় নষ্ট হয়ে যেতে পারে। তাই টবে কিংবা বাগানে জল জমতে দেবেন না। সাধারণত এই সময়ে ঘন ঘন বৃষ্টির ফলে গাছ পর্যাপ্ত জল পেয়েই থাকে। তাই মাটির উপরের স্তর শুকোলেই শুধুমাত্র জল দিন। প্রয়োজনে নতুন পুষ্টিকর মাটি মেশান।
আরও পড়ুনঃ হু হু করে নামবে ব্লাড সুগার! নিয়ম করে এই ৭ খাবার খেলেই পালাবার পথ পাবে না ডায়াবেটিস
• জল দেওয়ার নিয়মঃ বর্ষাকালে গাছের গোড়ায় কতটা জল জমছে সেদিকে বিশেষ নজর দিতে হবে। যদি বাগানের মাটিতে গাছ বসান, তাহলে তার পরিচর্যা একরকম হবে। আবার যদি টবে গাছ বসানো থাকে, তাহলে তার পরিচর্যা অন্য রকম হবে। গাছের গোড়ায় যাতে জল জমে না থাকতে পারে, তার জন্য বাগানে আল কেটে দিতে পারেন। টবের ক্ষেত্রে তার নিচ থেকে জল সঠিক পদ্ধতিতে বেরিয়ে যাচ্ছে কিনা, সেদিকে নজর দিন। বর্ষার প্রাকৃতিক বৃষ্টির জল যাতে বাগানে কিংবা টবে আটকে না থাকে সেদিকে খেয়াল রাখুন।
• রোদ ও বাতাসের ব্যবস্থা করুনঃ হালকা ছায়া ও পর্যাপ্ত বাতাসের জায়গায় গাছ রাখুন। বর্ষাকালে এমন জায়গা বেছে নিন যেখানে আলো থাকলেও আবদ্ধ নয়। প্রচুর আর্দ্রতা থাকা অবস্থায় ছত্রাক ও পোকামাকড় বাড়ে তাই বাতাস চলাচল করে এমন জায়গায় গাছ রাখুন।
• পাতা ছাঁটাই ও পরিষ্কার রাখুনঃ অপ্রয়োজনীয় লম্বা শাখা, শুকনো পাতা ও মৃত ডালপালা কেটে ফেলুন। এতে নতুন ফুল ও পাতা গজাতে সুবিধা হবে। আগাছা দ্রুত পরিষ্কার করুন যাতে গাছের পুষ্টি নষ্ট না হয়। নাহলে গাছের পুষ্টি কমে যাবে।

• পোকামাকড় নিয়ন্ত্রণ করুনঃ বর্ষায় ছত্রাক ও পোকা বেশি হয়, নিয়মিত পাতা ও মাটি পরীক্ষা করুন। প্রয়োজনে নীম তেল বা
মনে রাখবেন, বর্ষায় গাছের যত্নের মূল মন্ত্র—সঠিক জল, ভাল মাটি, যথাযথ রোদ ও বাতাস। নিয়মিত নজরদারি ও যত্নে আপনার গাছ সবুজ ও সতেজ থাকবে।
