আজ ১৭ সেপ্টম্বর বিশ্বকর্মা পুজো। প্রযুক্তি বিদ্যার দেবতা বিশ্বকর্মা তথা দেবশিল্পী। এদিন মেশিন, যন্ত্রপাতির পুজে হয়, বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে দড়ির তাঁদের জন্য বিশ্বকর্মা পুজো খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে বিশ্বকর্মা পুজো হয়। অন্যান্য পুজোর মতোই বিশ্বকর্মা পুজোরও কিছু বিধিবিধান রয়েছে। শাস্ত্র অনুযায়ী, যা পালন করলে মেলে সুফল, আবার সঠিক নিয়ম না মানলে রুষ্ট হন বিশ্বকর্মা।
পুরাণ অনুযায়ী, বাস্তুশাস্ত্র প্রথম তৈরি করেছিলেন বিশ্বকর্মাই। অর্থাৎ বাস্তুর আদিপুরুষ তিনি। তাই বাস্তুকে দোষ মুক্ত করার জন্য অত্যন্ত শুভ এই দিন। আবার বিশ্বকর্মা পুজোর দিন বিশেষ কিছু কাজ করলে শিল্প তথা বাস্তুতেও উন্নতি সম্ভব।
কী কী করা উচিত নয়
বিশ্বকর্মা পুজোর দিন নিজের গাড়ি ভুলেও আর কাউকে ব্যবহার করতে দেবেন না। একে অশুভ বলে মনে করা হয়। এমনকী এই কারণে গাড়ি নিয়ে নানা সমস্যার মধ্যে পড়তে পারেন আপনি। আজকের দিনে প্রয়োজনীয় নানা রকমের মেশিন বা যন্ত্রপাতিকে অবহেলা করা উচিত নয়। কোনও কারণে তা বিকল হয়ে গেলে বিশ্বকর্মা পুজোর দিন বাড়ির বাইরে ফেলবেন না।
*বিশ্বকর্মা পুজোর সঠিক নিয়ম মানতে হবে। অন্য পুজোর মতোই ফুল দিয়ে দেবতার আরাধনা করতে হবে। এক্ষেত্রে জ্যোতিষবিদরা দেবতাকে সাদা ফুল অর্পণ করার পরামর্শ দিয়েছেন।
*শাস্ত্র অনুযায়ী, সব যন্ত্রে বিশ্বকর্মার বাস। তাই তাঁর পুজোর দিন গাড়িরও পুজো করা উচিত। তাই ফুল, মালা ও চাল নিবেদন করে গাড়ি পুজো করুন। এতে আপনার গাড়িতে কোনও অশুভ প্রভাব পড়বে না বলে মনে করা হয়।

*বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে থাকা যন্ত্রপাতি, সরঞ্জামের প্রতি যত্নশীল হওয়া ইলেকট্রিকের কাজে লাগে, এমন সরঞ্জাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাঞ্ছনীয়। যন্ত্রপাতিগুলিকে অয়েলিং করে, ধুয়ে মুছে রাখা উচিত। এদিন বাড়ির যন্ত্রপাতি, রান্নাঘরে ব্যবহৃত সরঞ্জাম কাউকে দেওয়া উচিত নয়।
*বিশ্বকর্মা দেবের পুজোর দিনে অচেনা কারোর থেকে খাবার নিয়ে ঘরে রাখতে নেই, বলছেন বহু জ্যোতিষবিদ। শাস্ত্র বলছে, এর ফলে পুজোর দিনে নেতিবাচক এনার্জি ঘরে প্রবেশ করতে পারে, যা কেউ চায় না।
*বিশ্বকর্মা পুজো শেষে প্রসাদ সকলকে বিতরণ করা বাঞ্ছনীয়।
