আজ ১৭ সেপ্টেম্বর বুধবার বিশ্বকর্মা পুজো। আশ্বিন মাসের প্রথম দিন পূজিত হন বিশ্বকর্মা। মনে করা হয়, ভক্তিভরে আরাধনা করলে বিশ্বকর্মার আশীর্বাদ থাকে ভক্তের উপর। এদিনটি জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।


আজ সূর্যদেব রাশি পরিবর্তন করতে চলেছেন। বুধবার সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবেন। জ্যোতিষশাস্ত্রে যে কোনও গ্রহের স্থান পরিবর্তনের বিশেষ গুরুত্ব রয়েছে। ঠিক যেমন সূর্যের গোচরের গুরুত্ব অপরিসীম। সৌরজগতের রাজা সূর্য স্থান পরিবর্তন করলে তার প্রভাব বিভিন্ন রাশির উপর পড়ে। নয়টি গ্রহের মধ্যে সূর্যদেব বছরে ১২ বার রাশি পরিবর্তন করেন। প্রতিটি রাশিতে মোটামুটি এক মাস অবস্থান করেন সূর্য। সেই হিসেবে ১২ রাশি চক্র একবার প্রদক্ষিণ করে আসতে সূর্যের ১২ মাস সময় লাগে। 


সূর্য কন্যা রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কয়েকটি রাশির ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল হবে।গ্রহরাজের গোচর পাঁচটি রাশির জন্য শুভ হতে চলেছে। অর্থ-সাফল্যে ভরবে সেই সব রাশির জীবন। আপনিও কি তালিকায় আছেন, জেনে নিন- 

আরও পড়ুনঃ বিশ্বকর্মা পুজোর দিন কেন ঘুড়ি ওড়ানো হয়? দেবশিল্পীর আরাধনার সঙ্গে কি কোনও সম্পর্ক রয়েছে? অনেকেই জানেন না আসল কারণ

বৃষ: সূর্যের গোচর বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য লাভজনক হবে। যে কোনও কাজে উৎসাহ এবং ভরপুর এনার্জি থাকবে। ধর্ম সম্পর্কিত কোনও বিষয়ের উপর ঝোঁক বাড়বে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা উন্নতির সুযোগ পাবেন। আচমকা অর্থ প্রাপ্তির সম্ভাবনা থাকবে। চাকরিতে বদলি হতে পারেন, বাড়তে পারে বেতন। 


মিথুন: সূর্যের ঘর বদল মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হবে। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। কেরিয়ারের যে কোনও পদক্ষেপে পরিবারকে পাশে পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন। সহকর্মীদের  সহযোগিতায় কাজের পরিবেশ অনুকূল থাকবে।

কন্যা: সূর্যের গোচর কন্যা রাশির আর্থিক পরিস্থিতি সুরক্ষিত করবে। চাকরিতে কর্মকর্তাদের সহায়তা পাবেন। কেরিয়ারে উন্নতির পথ খুলে যাবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। যারা নতুন বিনিয়োগ করছেন তাদের জন্য সময়টি অনুকূল। পরিবারে সুখ-শান্তি থাকবে।
 

বৃশ্চিক: সূর্যের রাশির পরিবর্তন বৃশ্চিক রাশির সুদিন ফেরাবে। সম্পত্তি থেকে আয় বৃদ্ধি হতে পারে। পরিবারের কারওর সঙ্গে মনোমালিন্য থাকলে মিটে যাবে। শিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে সফল হবেন। সন্তানের দুশ্চিন্তা কমবে।

আরও পড়ুনঃ শনি-বুধের প্রতিযুতি রাজযোগে কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড! তিন রাশির ভাগ্যে বিরাট বদল, পুজোর আগে কোটিপতি হওয়ার সুযোগ

ধনু: সূর্যের গোচর শিক্ষামূলক কিংবা সৃজনশীল কাজে সাফল্য নিয়ে আসবে। পারিবারিক জীবন সুখী হবে। নতুন গাড়ি কেনার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির ইতিবাচক খবর পেতে পারেন। আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করলে যে কোনও কাজে সাফল্যের যোগ রয়েছে। পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।