আজকাল ওয়েবডেস্কঃ অফিস পার্টি হোক বা বিয়েবাড়ি, ভারতীয় হোক বা পাশ্চাত্য- যে ধরনের পোশাকই পরুন, সঙ্গে ভাল মানিয়ে যায় অক্সিডাইজড গয়না। ভারী সোনা কিংবা রুপো পরতে না চাইলে অক্সিডাইজড গয়নাতেই নজর কাড়তে পারেন। ইদানীং এই ধরনের গয়না বেশ ট্রেন্ডিং। কিন্তু অক্সিডাইজড জুয়েলারি ঠিক মতো যত্ন না করলে খুব তাড়াতাড়ি কালচে হয়ে যায়। আসলে এতে যে সালফেড থাকে তা সামান্য অযত্নেই কালো এবং বেমানান হয়ে ওঠে। তাই অক্সিডাইজড গয়নার জেল্লা ধরে রাখতে সঠিক যত্নের প্রয়োজন। রইল তারই হদিশ-
১. খোলা জায়গায় অক্সিডাইজড গয়না ফেলে রাখবেন না। সব সময় গয়নাগুলি আলাদা আলাদা জিপলক পাউচে কিংবা এয়ারটাইট বাক্সে রাখুন। এতে গয়নার উপর বাতাসের সরাসরি প্রভাব পড়বে না। ফলে দীর্ঘদিন জেল্লা বজায় থাকবে।
২. কখনোই অক্সিডাইজড গয়নায় সরাসরি পারফিউম লাগানো উচিত নয়। পারফিউম ও ডিওডোরেন্টের রাসায়নিক পদার্থের কারণে গয়নার রং বিবর্ণ হয়ে যেতে পারে, নষ্ট হতে পারে গয়নার উজ্জ্বলতাও। গয়না পরার আগে যেন পারফিউম শুকিয়ে যায় সেদিকে খেয়াল রাখুন।
৩. অক্সিডাইজড গয়না সবসময়ে যে কোনও প্রসাধনীর সংস্পর্শ এড়িয়ে চলুন। মেকআপ সম্পূর্ণরূপে শোষিত না হওয়া পর্যন্ত অক্সিডাইজড গয়না পরবেন না। কারণ ফাউন্ডেশন, পাউডার বা ক্রিমের মতো প্রসাধনী অক্সিডাইজড গয়নার জেল্লা নষ্ট করে দেয়।
৪. ঘাম এবং সূর্যের আলোর কারণে অক্সিডাইজড গয়না নষ্ট হতে পারে। যদি আপনার প্রচুর ঘাম হয় বা দীর্ঘ সময় ধরে রোদে থাকেন তাহলে অক্সিডাইজড গয়না পরা এড়িয়ে চলুন। ঘামের আর্দ্রতা এবং লবণ গয়নাগুলিকে কালো করে তুলতে পারে। যার ফলে এর উজ্জ্বলতাও কমে যেতে পারে।
৫. অক্সিডাইজড গয়না নরম সুতির কাপড়ে মুড়িয়ে রাখুন। এতে গয়নাগুলি ময়লা, আর্দ্রতা এবং অন্যান্য উপাদান থেকে বাঁচবে। গয়না দীর্ঘ সময় ভাল থাকবে।
