আজকাল ওয়েবডেস্কঃ থাইরয়েড গ্রন্থি শরীরের বেশিরভাগ বিপাকীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ সহ আরও নানা ধরনের কাজ করে। তাই থাইরয়েডের সমস্যা হলে শরীরে বিভিন্ন জটিলতাও প্রকট হতে পারে। সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, বর্তমানে এই হরমোনের হেরফেরে পৃথিবীর অন্তত ১৫ শতাংশ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত। মহিলাদের বেশি এই ক্রনিক রোগে আক্রান্ত হতে দেখা যায়। তবে পুরুষদের শরীরেও একইভাবে বাসা বাঁধতে পারে থাইরয়েড। থাইরয়েডের কয়েকটি অচেনা লক্ষণ পুরুষদের শরীরে দেখা যায়। যা প্রাথমিকভাবে শনাক্ত করতে পারলেই বিপদ এড়ানো সম্ভব। 

১. ক্লান্তিঃ থাইরয়েডের সবচেয়ে সাধারণ লক্ষণ হল ক্লান্তি। মূলত শরীরে শক্তি জোগান দেয় থাইরয়েড হরমোন। আপনি যদি হঠাতই অতিরিক্ত ক্লান্তি অনুভব করেন, তাহলে তা থাইরয়েড হওয়ার কারণে হতেই পারে।

২. আচমকা ওজন বেড়ে যাওয়া কিংবা কমে যাওয়াঃ শরীরের বিপাকের মাত্রা যদি কমে যায় বা বেড়ে যায়, তার কারণে ওজনে প্রভাব পড়ে। হাইপোথাইরয়েডিজম ওজন বৃদ্ধির কারণ হতে পারে। অন্যদিকে, হাইপারথাইরয়েডিজম অর্থাৎ অতিরিক্ত সক্রিয় থাইরয়েডে ওজন কমে এই লক্ষণ উপেক্ষা করেন। যা দীর্ঘমেয়াদে শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। 

৩. অবসাদ, দুশ্চিন্তা, মানসিক ক্লান্তিঃ বিভিন্ন সমীক্ষা অনুযায়ী, থাইরয়েডের সমস্যায় ভুগলে বেশিরভাগ মানুষই অবসাদের কবলে পড়েন। মানসিকভাবে ক্লান্ত অনুভব করেন। এমনকী মস্তিষ্কেও প্রভাব পড়তে পারে। কোনও কিছু সহজে মনে থাকে না, মনোযোগ দিতেও অসুবিধা হয়।

৪. যৌন ইচ্ছা কমে যাওয়া এবং বন্ধ্যাত্বের আশঙ্কাঃ পুরুষদের যৌন স্বাস্থ্যের পরিবর্তন থাইরয়েড সমস্যার লক্ষণ হতে পারে। টেস্টোস্টেরনের মাত্রা, শুক্রাণুর মান, লিবিডো কমে যাওয়া  ইরেকটাইল ডিসফাংশন-এই সবই শরীরে থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতার সঙ্গে যুক্ত হতে পারে। 

৫. চুল পাতলা হওয়া এবং ত্বকের পরিবর্তনঃ চুল পাতলা হওয়া, শুষ্ক ত্বক এবং ভঙ্গুর নখ অনেকে খুব একটা গুরুত্বপূর্ণ দেন না। কিন্তু এসবই থাইরয়েডের লক্ষণ হতে পারে। হাইপার এবং হাইপোথাইরয়েডিজম-দুটিই আপনার চুলের বৃদ্ধি এবং ত্বকের স্বাস্থ্যে প্রভাব ফেলে। তাই আচমকা কোনও পরিবর্তন দেখলে সতর্ক হন।