আজকাল ওয়েবডেস্কঃ কোনও মতে ওজন কমলেও ভুঁড়িটা যেন কমতেই চায় না! কড়া ডায়েট, নিয়মিত ব্যায়াম করেও ফল শূন্য। হাত-পা রোগা অথচ পেটের চর্বি ঝরানোর চ্যালেঞ্জ সামলাতে রীতিমতো হিমশিম খান অনেকেই। আর তখনই কামাল করতে পারে কয়েকটি সবজির রস। আপনার রোজকার রান্নায় ব্যবহৃত সবজির রসে চুমুক দিলেই মিলবে সুফল। সবজিতে উপস্থিত ফাইবার, ভিটামিন এবং খনিজ পদার্থ বিপাক বৃদ্ধি করে এবং মেদ ঝরাতে সাহায্য করে। 

* লাউয়ের রসঃ পেটের মেদ কমাতে লাউয়ের রস খুবই উপকারী। এতে ৯৬% জল থাকে যা শরীরে জমে থাকা টক্সিন দূর করে এবং শরীরকে হাইড্রেট রাখে। এটি বিপাক ক্রিয়াও বৃদ্ধি করে, যার ফলে দ্রুত কমে মেদ। শুধু তাই নয়, লাউয়ে ক্যালোরিও কম থাকে, যা পেটের মেদ কমাতে কার্যকরী। একটি লাউয়ের খোসা ছাড়িয়ে তার বীজ বের করে নিন। এবার পুদিনা পাতা ও গোলমরিচের গুঁড়োর সঙ্গে ব্লেন্ডারে মিশিয়ে পান করুন।

* পালং শাকের রসঃ ভিটামিন এ, সি, কে, আয়রন, ফোলেট, ফাইবার এবং অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ পালং শাকের রস। নিয়মিত এই রস পান করলে বিপাক ক্রিয়া বৃদ্ধি পায় এবং দ্রুত মেদ গলতে পারে। শুধু তাই নয়, এটি হজমের জন্যও খুবই উপকারী। এক কাপ টাটকা পালং শাক, একটি শসা, এক চা চামচ লেবুর রস, আধা ইঞ্চি আদা এবং ব্ল্যাক সল্ট একটি ব্লেন্ডারে মিশিয়ে পান করুন।

* করলার রসঃ শুধু পেটের মেদ কমাতেই নয়, করলার রস সার্বিকভাবে স্বাস্থ্যের জন্যও উপকারী। এই সবজির রস শরীরের বিপাক প্রক্রিয়া ভাল রাখে এবং শর্করা নিয়ন্ত্রণেও সাহায্য করে। করলার বীজ বার করে পুদিনা পাতা এবং অর্ধেক লেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন। সকালে এই রস পান করলে উপকার পাবেন। 

* টমেটোর রসঃ টমেটোর রসে ভিটামিন সি এবং লাইকোপিনের মতো শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। এছাড়া টমেটোতে ক্যালোরিও কম থাকে যা পেটের চর্বি কমাতে সাহায্য করে। সকালে টমেটোর রসে লেবুর রস এবং ব্ল্যাক সল্ট মিশিয়ে পান করুন।