আজকাল ওয়েবডেস্ক: অজানাকে জানার আগ্রহ মানুষের চিরকালের। বিশেষ করে তার মধ্যেই যদি অতিপ্রাকৃত কোনও ঘটনার ছোঁয়া থাকে, তাহলে তো কথাই নেই। সেই উৎসাহ আরও বেড়ে যায়। আজকাল তো অনেকেই গা ছমছম করা জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন। চলতি ভাষায় একে বলে গোস্ট হান্টিং। এই ধরনের ভ্রমণে যাঁরা অংশ নেন তাঁরা সাধারণত এমন কোনও জায়গায় ঘুরতে যান যে জায়গাটি নিয়ে অনেক রকমের রহস্য রয়েছে। তেমনই একটি স্থান পোল্যান্ডের ক্রুকেড ফরেস্ট।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
পোল্যান্ডের উত্তর পশ্চিম দিকে পশ্চিম পোমেরানিয়ার গ্রিফিনো শহরের কাছে নোভা জার্নোভো গ্রামে অবস্থিত এই ক্রুকেড ফরেস্ট। নৈর্ব্যক্তিক দৃষ্টিতে এটি অত্যন্ত সুন্দর একটি অরণ্য। কিন্তু এই অরণ্যের মূল আকর্ষণ অস্বাভাবিক আকৃতির পাইন গাছ। এই গাছগুলির আকৃতি এমনই যে দেখলে মনে হয় যেন কোনও শিল্পী বিশেষভাবে গাছগুলিকে বাঁকিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
প্রায় ৪০০টি পাইন গাছকে কেন্দ্র করেই যত রহস্য। এই গাছগুলির উচ্চতা স্বাভাবিক গাছের মতোই। কিন্ত সেগুলি গোড়া থেকে ৯০ ডিগ্রি কোণে বাঁকানো। বাঁকের পর গাছগুলো আবার সোজা হয়ে উপরের দিকে উঠেছে। এহেন অদ্ভুত দৃশ্য প্রতি বছর অসংখ্য পর্যটকদের আকর্ষণ করে। প্রথমবার দেখলে সত্যি সত্যি গাছগুলি দেখে চমকে যেতে হয় একথা অস্বীকার করতে পারেন না অনেকেই।
ক্রুকেড ফরেস্টের গাছগুলোর এই অস্বাভাবিক আকৃতির কারণ আজও রহস্যে ঘেরা। বিভিন্ন সময়ে বিভিন্ন তত্ত্ব দেওয়া হয়েছে, কিন্তু কোনওটিই সুনির্দিষ্টভাবে প্রমাণ করা যায়নি। কেউ কেউ মনে করেন ১৯৩০ সালের দিকে স্থানীয় কাঠমিস্ত্রিরা বিশেষ উদ্দেশ্যে এই গাছগুলো লাগিয়েছিলেন এবং তাঁরাই নৌকা বা অন্য কোনও আসবাবপত্র তৈরির জন্য বাঁকানো কাঠ ব্যবহার করতে চেয়েছিলেন। সেই উদ্দ্যেশে কোনও ভাবে গাছগুলি ছোট থাকার সময় থেকেই এভাবে বাঁকিয়ে দেওয়া হয়।
কেউ কেউ আবার মনে করেন গাছগুলি যখন ছোট ছিল তখন এখানে তীব্র তুষারঝড় হয়। সেই তুষার ঝড়ের কারণেই প্রাথমিকভাবে বেঁকে গিয়েছিল গাছগুলি। পরবর্তীকালে গাছগুলি ফের একবার স্বাভাবিক ভাবে বাড়তে শুরু করে। আর সেই কারণেই আজগুলি গোড়া থেকে এমন আংটার মতো বেঁকে গিয়েছে।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
তবে একাধিক তত্ত্ব দেওয়া হলেও নিশ্চিতভাবে প্রমাণ করা যায়নি কিছু। আর এত পুরনো পাইন বনের সম্পর্কে জানেন এমন কোনও মানুষ খুঁজে পাওয়াও অসম্ভব। পরবর্তীকালে একাধিক তথ্যচিত্র নির্মিত হয়েছে এই বনাঞ্চলকে ঘিরে। বারবার উৎপত্তি নিয়ে প্রশ্ন তোলা হলেও উৎপত্তির কারণ নিয়ে থেকে গেছে ধোঁয়াশা। তবে গাছগুলোর বিকৃতির কারণ যাই হোক। এমন অরণ্য পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আর এই অরণ্যের সেই ব্যতিক্রমী সৌন্দর্যই এটিকে পোল্যান্ডের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত করেছে। প্রতি বছর দেশ-বিদেশ থেকে বহু পর্যটক আসেন এই অরণ্য দেখতে। ফলে চাঙ্গা হয় স্থানীয় অর্থনীতি। কাজেই বাইরের থেকে আসা মানুষদের কাছে এই অরণ্য ভুতুড়ে মনে হলেও স্থানীয়দের কাছে এটি আশীর্বাদ।
