আজকাল ওয়েবডেস্ক: “ওরা সকলেই আমার সন্তান, সকলের সমান অধিকার! আমি চাই না আমার মৃত্যুর পর ওরা নিজেদের মধ্যে হানাহানি করুক।” কথাগুলো পাভেল দুরভের। ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা দুরভ জানিয়েছেন, তাঁর ১০০ জনেরও বেশি সন্তানের সকলেই সম্পত্তির সমান ভাগ পাবে। প্রসঙ্গত, বিতর্কিত এই শিল্পপতির মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ১,৩৯০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা।

দুরভ জানিয়েছেন, তিনজন সঙ্গিনীর গর্ভে তাঁর ছয় জন ‘স্বীকৃত’ সন্তান রয়েছে। কিন্তু এখানেই সীমিত নয় তাঁর সন্তান সংখ্যা। কারণ ব্যাখ্যা করে দুরভ বলেন, “বছর পনেরো আগে এক বন্ধুকে সাহায্য করতে আমি একটি ক্লিনিকে শুক্রাণু দান করা শুরু করি। সেই ক্লিনিকই আমাকে জানিয়েছে যে, আমার শুক্রাণুর মাধ্যমে ১২টি দেশে ১০০-র বেশি শিশুর জন্ম হয়েছে।”

স্বেচ্ছা-নির্বাসিত এই রুশ ধনকুবের একটি আরও জানিয়েছেন যে, তাঁর সন্তানরা আগামী ৩০ বছর পর্যন্ত উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে হাত দিতে পারবে না। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি চাই ওরা সাধারণ মানুষের মতো জীবন কাটাক, নিজেরা নিজেদের প্রতিষ্ঠিত করুক, আত্মবিশ্বাসী হতে শিখুক এবং সৃষ্টিশীল হয়ে উঠুক। শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর নির্ভরশীল হয়ে যেন ওদের জীবন না কাটে।”