ওজন কমানো মানেই ক্র্যাশ ডায়েট বা জিমে ঘণ্টার পর ঘণ্টা কাটানো নয়। সত্যিকারের পরিবর্তন আসে সহজ এবং টেকসই অভ্যাস থেকে। সেলেব ফিটনেস ট্রেনার সিদ্ধার্থ সিং, যিনি তমন্না ভাটিয়ার সঙ্গেও কাজ করেছেন, এমনই কথা বলছেন।

একটি ইনস্টাগ্রাম পোস্টে সিদ্ধার্থ জানিয়েছেন, তিনটি সহজ অভ্যাস মেনে চললে মাত্র ৯০ দিনে যে কেউ পাঁচ থেকে দশ কেজি ওজন কমাতে পারেন। তাঁর মতে, দ্রুত সমাধানের পিছনে মাথা ঘামানোর পরিবর্তে স্বাস্থ্যকর রুটিনের ভিত্তি তৈরি করাই মূল। তিনি লিখেছেন, ‘যদি আপনি ওজন কমান এবং ফের তা বাড়ে, তাহলে বুঝতে হবে আপনি স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করতে কখনও মনোযোগ দেননি। অভ্যাসের দিকে মন দিন, এবং ফ্যাট কমানো সহজ হয়ে যাবে।’

প্রোটিন শুধু পেশীকে ভাল রাখে না। এটি দীর্ঘক্ষণ পেট ভরা থাকার অনুভূতিও দেয়। সিদ্ধার্থ পরামর্শ দেন, প্রতিটি খাবারে প্রোটিন থাকা উচিত যাতে বারবার খিদে লাগা বা অপ্রয়োজনীয় খাবার খাওয়ার ইচ্ছা না হয়।

দ্বিতীয়ত, বেশি জল পান করুন
অনেক সময় আমাদের শরীরের তৃষ্ণাকে আমরা খিদে মনে করি। সিদ্ধার্থ বলেছেন, “৯০% সময় আমরা যে খিদে অনুভব করি, তা আসলে শুধু তৃষ্ণা।” খাবারের আগে এক গ্লাস জল খেলে ক্রেভিং কমে এবং মেটাবলিজম ঠিকভাবে কাজ করে।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Siddhartha Singh (@officialsiddharthasingh)