আজকাল ওয়েবডেস্ক: নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহ স্থান পরিবর্তন করে৷ যার প্রভাব পড়ে ১২টি রাশির উপর। বর্তমানে সূর্য মকর রাশিতে রয়েছে। গ্রহদের রাজা সূর্য প্রায় ৩০ দিন পর তার রাশি পরিবর্তন করে। আগামী ১২ ফেব্রুয়ারি রাত ১০ টা ০৩ মিনিটে সূর্য মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর কুম্ভে সূর্যের গোচরের সঙ্গে এই ৫ রাশি ভাগ্যের চাকা ঘুরতে চলেছে৷ আপনিও কি আছেন সেই তালিকায়? রইল হদিশ- 

মিথুন: সূর্যের গোচরে লাভবান হবে মিথুন রাশি। হঠাৎ কোনও সুখবর পেতে পারেন। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন।অনেক দিনের অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন। সমাজ সম্মান-খ্যাতি বাড়বে।  

কর্কট: সূর্যের স্থান পরিবর্তনে কর্কট রাশির সুদিন ফিরতে চলেছে। পারিবারিক সমস্যা মিটবে। সন্তানের থেকে সুখবর পেরে পারেন। অর্থনৈতিক অবস্থা উন্নতি হবে। ঋণ শোধ করতে পারবেন। পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। 


সিংহ: সূর্যের কুম্ভ রাশিতে স্থানান্তরের ফলে উপকৃত হবে সিংহ রাশি। অফিসে পদোন্নতি হতে পারে। ব্যবসায়ে বড় বিনিয়োগ করতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে। সঙ্গীর সঙ্গে নতুন কোনও কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন। 

কন্যা: ফেব্রুয়ারি মাসে সূর্যের প্রভাবে কন্যার রাশির অধিকারীরা কর্মজীবনে সাফল্য পেতে পারেন। অনেক দিনের আটকে থাকা টাকা হাতে পাবেন। কোনও আইনি সমস্যা চললে এবার মিটে যাবে। 

ধনু: সূর্যের গোচরে ধনু রাশির ভাগ্য সদয় হবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ে বড় চুক্তি হতে পারে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন।