আজ ৪ নভেম্বর ২০২৫ মঙ্গলবার। এদিন কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি যা বৈকুণ্ঠ একাদশী নামেও পরিচিত। মঙ্গলবার বজরঙ্গবলীর দিন। আজ চন্দ্র মীন রাশি থেকে মেষ রাশিতে গমন করবে। এই পরিস্থিতিতে বৃহস্পতি এবং চন্দ্রের মধ্যে কেন্দ্র যোগ তৈরি হবে। সঙ্গে রুচক রাজযোগ তৈরি করবে মঙ্গল। এছাড়া তুলা রাশিতে শুক্র ও সূর্যের সংযোগের কারণে নীচভঙ্গ রাজযোগ তৈরি হবে। এই সব যোগের প্রভাবে এবং বজরঙ্গবলীর কৃপায় মঙ্গলবার বেশ কয়েকটি রাশির ভাগ্যের দরজা খুলবে।
মেষঃ আজ মেষ রাশির জন্য শুভ দিন। ব্যবসায়ে ইতিবাচক পরিবর্তন হবে। কর্মক্ষেত্রে পুরনো সমস্যা মিটবে, একইসঙ্গে অনেক দিনের আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। নিজের পছন্দের জায়গায় ট্রান্সফার হতে পারেন। পারিবারিক ঐতিহ্যের কোনও কিছুর প্রাপ্তি হতে পারে।
মিথুনঃ আজ মিথুন রাশির জাতক-জাতিকাদের অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। আর্থিক বিষয়ে কোনও কাছের বন্ধুর সাহায্য পেতে পারেন। কেরিয়ারে পরিশ্রমের ফল পাবেন। বিদেশে পড়তে যাওয়ার স্বপ্নপূরণ হতে পারে। দাম্পত্য জীবনে সুখ থাকবে।
সিংহঃ আজ সিংহ রাশির জন্য শুভ দিন হতে চলেছে। জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে। পারিবারিক ব্যবসায়ে উন্নতির সম্ভাবনা রয়েছে। আত্মবিশ্বাস বাড়বে। কর্মসূ্ত্রে দূরে কোথাও যেতে পারেন। রাজনীতি ও সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকলে মান, যশ বাড়বে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন।
মকরঃ মঙ্গলবার মকর রাশির জন্য লাভজনক হবে। অনেকদিন কোথাও টাকা আটকে থাকলে অপ্রত্যাশিতভাবে আজ ফেরত পাবেন। শুধু তাই নয়, আজ সঠিকভাবে বিনিয়োগে লাভ করতে পারবেন। অভিজ্ঞ কারওর থেকে পরামর্শ নিতে ভুলবেন না। জীবনে আরাম-বিলাসিতা বাড়বে। ব্যক্তিত্বের ইতিবাচক পরিবর্তন হবে।
মীনঃ আজ মীন রাশির জাতক-জাতিকাদের সৃজনশীলতা প্রশংসিত হবে। কর্মক্ষেত্রের সাফল্যের যোগ রয়েছে। নিজের ধৈর্য ও বুদ্ধি দিয়ে যে কোনও প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন। শিক্ষার্থীরা কোনও সুখবর পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যা থাকলে মিটে যাবে।
