ন্যানোশিপ, সিচুয়েশনশিপ এখন অতীত। বর্তমানে সম্পর্কের আঙিনায় নতুন ট্রেন্ড এসেছে, 'স্লিপ ডিভোর্স'। নামে বিচ্ছেদ থাকলেও, আদতে এই ট্রেন্ড বাঁচাচ্ছে বহু সম্পর্ক! কিন্তু বিষয়টা আসলে কী?
বিবাহিত সম্পর্ক বলুন বা লিভ ইন, মোদ্দাকথা 'রোমান্টিক' সম্পর্কে একসঙ্গে শোয়াটা সাধারণ বিষয় বলেই মনে করা হয়। কিন্তু একসঙ্গে দীর্ঘ সময় থাকতে থাকতে একঘেয়েমি আসাটা অদ্ভুত বা অস্বাভাবিক কোনওটাই নয়। কখনও কখনও একা, নিজের মতো থাকার ইচ্ছে হয়। ব্যক্তিগত সময় কাটাতে ইচ্ছে করে। বিশেষ করে ঘুমানোর সময়। আর সেটাই যখন বাস্তবে কেউ করেন সেটাই স্লিপ ডিভোর্স বলে। বুঝলেন না? মানে, ধরা যাক আপনি বিবাহিত, বা লিভ ইন করছেন। সঙ্গীর সঙ্গে দারুণ ভাল সম্পর্ক, একে অন্যকে ভীষণ ভালবাসেন, সম্পর্কে কোনও তৃতীয় ব্যক্তি বা অন্য কারণে ঝামেলা নেই। কিন্তু তাও, ব্যক্তিগত সময় কাটানোর জন্য যখন আলাদা বিছানা বা ঘরে ঘুমান সেটাকেই স্লিপ ডিভোর্স বলে।
বিষয়টা সম্প্রতি ভাইরাল হয়েছে এক ব্যক্তি এই বিষয়ে নিজের অভিজ্ঞতা জানানোর পর। সমাজমাধ্যমে তিনি তাঁর এই বিরল অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে জানতে পারেন, বিষয়টা একেবারেই বিরল নয়! অনেকেই তাঁর মতো এই এক কাজ করেন। আলাদা ঘরে ঘুমান। আবার অনেকে কাজটা এখনও শুরু না করলে, সেটা করার মনের ইচ্ছে প্রকাশ করেছেন।
কিন্তু এখানে প্রশ্ন উঠতে পারে, ভালবাসেই যখন একে অপরকে তখন আলাদা আলাদা শোয়া কেন বাপু? কারণ একাধিক হতে পারে। প্রথমেই ধরা যাক এই ব্যক্তির কথা। তিনি তাঁর পোস্টে জানিয়েছেন গত পাঁচ বছর ধরে তাঁরা আলাদা ঘুমাচ্ছেন। তিনি গভীর রাত পর্যন্ত জেগে আলো জ্বালিয়ে বই পড়তে, ফ্যানের শব্দ শুনে ঘুমাতে, এপাশ ওপাশ করতে ভালবাসেন। এটা আবার তাঁর স্ত্রী পছন্দ করেন না। তাই তাঁরা আলাদা থাকা শুরু করেন। এতে তাঁদের ঘুম ভাল হয়, সকালে কেউ বিরক্ত থাকেন না, সম্পর্ক ভাল আছে। এমনকী পরদিন ঘুম থেকে উঠেও কেউ কাউকে ডাকেন না। যাঁর যখন ওঠার তখনই ওঠেন।
এই ব্যক্তি তাঁর এই অভিজ্ঞতা জানিয়ে স্লিপ ডিভোর্স কথাটা উল্লেখ করায় অনেকে মজা পেয়েছেন শব্দ শুনে। একজন জানিয়েছেন তিনি এবং তাঁর স্ত্রীও মাঝে মধ্যেই আলাদা ঘুমান কারণ তিনি রাতে নাক ডাকেন, যে কারণে তাঁর স্ত্রী ঘুমাতে পারতেন না। প্রায় একই জবাব দিয়েছেন আরও এক নেটিজেন।
ফলে এটুকু স্পষ্ট, বিষয়টা বেশ ট্রেন্ডিং। অনেকেই কর থাকেন, যদিও সেই ভাবে এখনও চর্চায় আসেনি। আপনার কী মত এই বিষয়ে?
