আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষশাস্ত্রে সমস্ত গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে৷ তাই প্রতিটি গ্রহের স্থান পরিবর্তনে ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব পড়ে৷ শুক্রকে ধন-বৈভব, প্রেম ও সৌন্দর্যের কারক গ্রহ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কুণ্ডলীতে শুক্রের অবস্থান শক্তিশালী হলে জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। তাই শুত্রের অবস্থান পরিবর্তন বিভিন্ন রাশির জীবনে বড় বদল আনতে পারে।
শুক্র গ্রহ গত ২৮ জানুয়ারি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করেছে। আগামী ৩১ মে পর্যন্ত এই রাশিতেই থাকবে। এরই মধ্যে মীন রাশিতে শুক্র গত ২ মার্চ বক্রী হয়েছিল। এবার ১৩ এপ্রিল ফের সোজা গতিতে চলবে অর্থাৎ মার্গী হবে। শুধু তাই নয়, ৩১ মে শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে। আর শুক্রের এই গতি বদলের ফলে চার রাশির জীবনে বড় পরিবর্তন হতে চলেছে। কাদের ভাগ্যের চাকা ঘুরবে? জেনে নিন-
বৃষ- শুক্রের প্রভাবে সুখের সাগরে ভাসবেন বৃষ রাশির জাতক-জাতিকারা। এই সময়ে গাড়ি, বাড়ি কিংবা সম্পত্তি কেনার স্বপ্নপূরণ হতে পারে। কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পেতে পারেন। সুষ্ঠুভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
কন্যা- শুক্রের সোজা চালে কন্যা রাশির জাতক জাতিকাদের কপাল খুলবে। কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। কর্মসূত্রে বিদেশে যেতে পারেন। যে কোনও কাজে পরিবারের পূর্ণ সমর্থন পাবেন। সন্তানের থেকে সুখবর পেতে পারেন।
ধনু- শুক্রের মার্গী দশায় ধনু রাশির আর্থিক পরিস্থিতির উন্নতি হবে৷ আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে। অফিসে উর্ধ্বতন কর্তৃপক্ষের আপনার কাজ পছন্দ হবে৷ সহকর্মীরা কাজে সহযোগিতা করবে। দীর্ঘদিনের মানসিক চাপ থেকে স্বস্তি পাবেন।
মকর- শুক্রের প্রভাবে মকর রাশির ভাগ্যের চাকা ঘুরবে। পেশাগত জীবনের সাফল্য পাবেন। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উন্নতির যোগ রয়েছে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন।
