আজকাল ওয়েবডেস্ক: জীবনে সুসময় এবং দুঃসময়ের চাকা সমান তালে ঘোরে।জ্যোতিষশাস্ত্রে কেন ভাগ্য পরিবর্তিত হয়, কীভাবে হয়, সেই রহস্যের ব্যাখ্যা রয়েছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, একটি নির্দিষ্ট সময় অন্তর গ্রহ, নক্ষত্রের অবস্থান পরিবর্তন হয়। যার শুভ-অশুভ প্রভাব পড়ে ১২টি রাশির উপর। 

শুক্রকে প্রেম, সুখ, সমৃদ্ধি এবং সম্পদের কারক বলে মনে করা হয়। তাই জ্যোতিষশাস্ত্রে শুক্রের অবস্থান পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ২ মার্চ শুক্র মীন রাশিতে পিছিয়ে গিয়েছিলেন। আপাতত আগামী ১৩ এপ্রিল পর্যন্ত শুক্র সোজা গতিতে ঘুরবেন। এরপর ৩১ মে মেষ রাশিতে প্রবেশ করবেন শুক্র। ১২ বছর পর শুক্র মঙ্গলের ঘর মেষ রাশিতে গমন করবেন। যার ফলে ৩ রাশির ভাগ্যের চাকা ঘুরবে। আপনিও কি আছেন সেই তালিকায়? জেনে নিন-

বৃষ- শুক্রের প্রভাবে সুখের সাগরে ভাসবে বৃষ রাশির জাতক-জাতিকারা। এই সময়ে গাড়ি, বাড়ি কিংবা সম্পত্তি কেনার স্বপ্নপূরণ হতে পারে। কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পেতে পারেন। সুষ্ঠুভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। 

কন্যা- শুক্রের চালে কন্যা রাশির জাতক জাতিকাদের কপাল খুলবে। কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। কর্মসূত্রে বিদেশে যেতে পারেন। যে কোনও কাজে পরিবারের পূর্ণ সমর্থন পাবেন। সন্তানের থেকে সুখবর পেতে পারেন।

ধনু- শুক্র মঙ্গলের ঘরে প্রবেশ করলে ধনু রাশির আর্থিক পরিস্থিতির উন্নতি হবে৷ আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে। অফিসে উর্ধ্বতন কর্তৃপক্ষের আপনার কাজ পছন্দ হবে৷ সহকর্মীরা সহযোগিতা পাবেন। দীর্ঘদিনের মানসিক চাপ থেকে স্বস্তি মিলবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবেন।