আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষশাস্ত্রে শুক্র যখনই রাশি পরিবর্তন করে, তখন তার শুভ-অশুভ প্রভাব পড়ে ১২টি রাশির ওপর।শুক্রকে ধন-বৈভব, প্রেম ও সৌন্দর্যের কারক গ্রহ মনে করা হয়। বৈদিক জ্যোতিষ মতে, শুক্রের অবস্থান শক্তিশালী হলে জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। বর্তমানে, শুক্র মীন রাশিতে রয়েছেন। আগামী ৩১ মে মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবেন শুক্রদেব। মেষ রাশির অধিপতি হলেন মঙ্গল। যদিও মঙ্গল ও শুক্র বন্ধু নয়, তবুও মেষ রাশিতে শুক্রের গমনে
চার রাশির সৌভাগ্যের দরজা খুলে দেবে। আপনিও কি আছেন সেই তালিকায়? জেনে নিন-
মেষ- শুক্রের মেষ রাশিতে গোচর মেষ রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। নতুন চাকরির সুযোগ পেতে পারেন। ব্যবসায়ে পার্টনারের সঙ্গে বড় বিনিয়োগ করতে পারেন। দাম্পত্যের সমস্যা মিটবে৷ সন্তানের স্বাস্থ্য ভাল থাকবে।
মিথুন- শুক্রের ঘর বদল মিথুন রাশির জন্য লাভজনক হবে। কেরিয়ারের উন্নতির পথে বাধা কেটে যাবে। ব্যবসা সম্প্রসারণ হবে। চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন। প্রেম জীবনের জন্য সময় অনুকূল। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।
কর্কট- শুক্রের প্রভাবে কর্কট রাশির অর্থভাগ্য বদলাবে। অনেক দিনের আটকে থাকা টাকা পেতে পারেন। লটারি কাটলে কিংবা বড় বিনিয়োগ করলেও লাভবান হবেন। যে কোনও কাজে সাফল্যের যোগ রয়েছে। পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
ধনু- শুক্রের অবস্থান বদলে ধনু রাশির জাতক-জাতিকাদের জীবনে দুশ্চিন্তা দূর হবে। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। শেয়ার বাজারে অর্থ লগ্নি করলে ভবিষ্যতে লাভ পাবেন। দাম্পত্যে সুখ থাকবে৷ সন্তানের থেকে কোনও সুখবর পেতে পারেন।
