জ্যোতিষশাস্ত্রে যে কোনও গ্রহের স্থান পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা বিভিন্ন রাশির উপর শুভ-অশুভ প্রভাব ফেলে। গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তনও ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনে বদল আনতে পারে। ঠিক যেমন শীঘ্রই শুক্রের অবস্থান পরিবর্তনে চার রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন হতে চলেছে।
শুক্র হল সম্পদ, সুখ, সমৃদ্ধি, সৌন্দর্য্য এবং বিলাসের কারক গ্রহ। শুক্রের এক রাশি থেকে অন্য রাশিতে যাওয়ার কারণে ব্যক্তিগত থেকে পেশাগত জীবন, সমস্ত খাতেই প্রভাব পড়ে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্র যখন কোনও ব্যক্তির উপর আশীর্বাদ বর্ষণ করে, তখন সেই ব্যক্তির জীবনে কোনও কিছুর অভাব হয় না। শুক্রের প্রভাবে জীবনে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।
শুক্র গতকাল ৬ অক্টোবর উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করেছে। তার ঠিক তিনদিন পরই শুক্র রাশি পরিবর্তন করবে। আগামী ৯ অক্টোবর সকাল ১০টা ৩৮ মিনিটে কন্যা রাশিতে গোচর করবে শুক্র। কন্যা রাশি হল শুক্রের দুর্বল রাশি। অন্যদিকে, সূর্য ইতিমধ্যে কন্যা রাশিতে রয়েছে। ফলে সূর্য ও শুক্রের সংযোগ শুক্রাদিত্য যোগ তৈরি হবে। শুক্রের এই ঘর বদলে কয়েকটি রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-

মেষ: শুক্রের গোচরে বৃষ রাশির বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ পরিশ্রমের মূল্য পাবেন। আয়ের নতুন পথ খুঁজে পেতে পারেন।চাকরিতে সুখবর পাবেন। নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। ব্যবসার জন্য শুভ সময়। ব্যবসায়ে বড় কোনও চুক্তি করলে লাভবান হবেন।
মিথুন: শুক্রের প্রভাবে মিথুন রাশির জাতক-জাতিকাদের সুদিন ফিরবে। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে সুরক্ষিত হতে পারে। আয়-ব্যয়ের সামঞ্জস্য রেখে সঞ্চয়ের পথ প্রশস্ত হবে৷ কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পেতে পারেন। সুষ্ঠুভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে।
সিংহ: শুক্রের চালে সিংহ রাশির আর্থিক পরিস্থিতির উন্নতি হবে৷ আয়ের একাধিক পথ উৎস পাওয়ায় লাভবান হবেন। অফিসে উর্ধ্বতন কর্তৃপক্ষের আপনার কাজ পছন্দ হবে৷ সহকর্মীদের সহযোগিতা মিলবে। দীর্ঘদিনের মানসিক চাপ থেকে স্বস্তি মিলবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবেন।
কন্যা: শুক্রের চালে কন্যা রাশির জাতক জাতিকাদের কপাল খুলবে। কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। কর্মসূত্রে বিদেশে যেতে পারেন। যে কোনও কাজে পরিবারের পূর্ণ সমর্থন পাকে সুখবর পেতে পারেন।
