৯ ডিসেম্বর একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে। এই বিশেষ যোগগুলোতে যদি কিছু নির্দিষ্ট জিনিস কেনেন সংসারে উপচে পড়বে সুখ, সমৃদ্ধি। জেনে নিন মঙ্গলবার কোন কোন বিশেষ যোগ তৈরি হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে। 

৯ ডিসেম্বর সকাল ৭.০২ মিনিটে শুরু হয়েছে সর্বার্থ সিদ্ধি যোগ। এটি চলবে মধ্যরাতের ২.২২ মিনিট পর্যন্ত। এই সময় যে কাজ শুরু করবেন, বা মন প্রাণ দিয়ে যা চাইবেন সেটাই পূরণ হবে। 

এদিন একই সঙ্গে তৈরি হচ্ছে রবি যোগ এটিকে সূর্য যোগও বলা হয়ে থাকে। এই যোগে সাহস, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। জীবন থেকে দূর হয় বাধা, বিপত্তি। এটিও সর্বার্থ সিদ্ধি যোগের মতো একই সময় ঘটবে। 

সরকারি চাকরি করেন? তবে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। কর্মশক্তি বৃদ্ধি পাবে, দায়িত্ব বাড়বে, কাজের সুখ্যাতি হবে। কেন? আজকে তৈরি হচ্ছে ইন্দ্র যোগ। এটি চলবে দুপুর ২.৩৩ মিনিট পর্যন্ত। 

উক্ত তিন যোগে যদি নির্দিষ্ট কিছু জিনিস কেনা যায় তবে জীবন থেকে সমস্ত অশুভ জিনিস, বাধা, বিপত্তি দূর হবে। সংসারে উপচে সমৃদ্ধি, আসবে সুখ। শ্রীবৃদ্ধি ঘটবে। তার জন্য কী কী কেন উচিত এবং কোন সময়ের মধ্যে জেনে নিন। 

ইতিবাচক শক্তিকে আকর্ষিত করতে মঙ্গলবার কিনুন এই নির্দিষ্ট জিনিসগুলো: 

তামার জিনিস: যেহেতু এদিন মঙ্গলবার, আর এটি মঙ্গল গ্রহ দ্বারা পরিচালিত হয় তাই যে কোনও তামার জিনিস কিনুন। সেটা তামার মূর্তি হতে পারে, অথবা কোনও বাসন, ইত্যাদি। এদিন তামার জিনিস কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, এছাড়াও এটি কিনলে ইতিবাচক শক্তি এবং বিশুদ্ধতা আকর্ষিত হয়। 

রুদ্রাক্ষের মালা: রুদ্রাক্ষ বা স্বচ্ছ কোয়ার্টজ ক্রিস্টাল কিনতে পারেন। এটি শান্তি আনবে, মনোযোগ বাড়াবে। 

ধর্মীয় বই: ঠাকুরের কোনও পাঁচালি, বা কোনও ধর্মীয় বই যেমন ভগবৎ গীতা, ইত্যাদি কিনতে পারেন, এটি জ্ঞান, বুদ্ধি বাড়াতে সাহায্য করবে। সমৃদ্ধি আনবে সংসারে। 

ডাল: মুসুর ডাল কেনা এদিন অত্যন্ত শুভ। অথবা কাউকে মুসুর ডাল দান করতে পারেন। মঙ্গলের জন্য এটি একটি অত্যন্ত শক্তিশালী রেমেডি।

জায়গা-জমি: জায়গা-জমি কেনার কথা চললে, আজই সেটা পাকা করে ফেলুন। এই দিনে বাড়ির কাজ শুরু করা শুভ বলে মনে করা হয়। 

ঘরের জিনিস: ঘরের কোনও প্রয়োজনীয় জিনিস, বাসন কিনতে পারেন। এতে ঘরের সুখ, সমৃদ্ধি বাড়বে।