আজকাল ওয়েব ডেস্ক: জ্যোতিষশাস্ত্র অনুসারে, একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রতিটি গ্রহ একটি রাশি থেকে অন্য রাশিতে স্থানান্তর করে। শনি, সূর্য, বুধ, শুক্র এই চার গ্রহের স্থান পরিবর্তন হতে চলেছে। ফলে নভেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কর্মের দাতা শনিদেব জুন মাসে পিছিয়ে গিয়েছিলেন। এবার নভেম্বর মাসে প্রত্যক্ষ গতিতে ফিরে আসবেন। শনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভতে মার্গি হতে চলেছেন।

নভেম্বরের প্রথম সপ্তাহেই শুক্র ধনুতে গোচর করতে চলেছেন। আগামী ১৬ নভেম্বর শুক্রের মূল ত্রিকোণ রাশি তুলা থেকে বেরিয়ে বৃশ্চিকে প্রবেশ করতে চলেছে সূর্য। আবার বুধ আগামী ২৬ নভেম্বর বক্রি হতে চলেছেন। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত পরিস্থিতি এমনই থাকবে বুধ৷ সবমিলিয়ে নভেম্বর মাসে বেশ কয়েকটি রাশির জীবনে বড়সড় বদল আসতে চলেছে। তাহলে অর্থ, সুখ-সম্বৃদ্ধির জোয়ারে ভাসবে কারা? জেনে নেওয়া যাক-

মেষ: নভেম্বর মাসে মেষ রাশির শুভ সময় থাকবে। কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সহকর্মীদের সহযোগিতা পাবেন। কর্মস্থল ও সার্বিকভাবে সমাজে বাড়বে সম্মান। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। বিনিয়োগে কোনও বড় চুক্তি কিংবা ব্যবসার ক্ষেত্র বাড়তে পারে। 

কর্কট: কর্কট রাশির জন্য চলতি মাস লাভজনক হতে চলেছে। আপনি যদি লোহা, তেল ইত্যাদির ব্যবসা করেন বা করতে চান তবে এই সময়টি বেশ ভাল। কোম্পানি নতুন অর্ডার পেতে পারেন। ব্যবসায় লাভ অব্যাহত থাকবে। যে কোনও কাজে পরিবারের সমর্থন পাবেন। কর্মজীবনে দারুণ সাফল্য আসবে। স্বাস্থ্য ঠিক থাকবে।

কন্যা: পুরনো ঋণ থেকে মুক্ত হবেন। কোনও দীর্ঘস্থায়ী রোগে ভুগলে সুস্থ হয়ে উঠবেন। আদালতে মামলা বা দীর্ঘ দিনের বিবাদেরও মীসাংসা হতে পারে। ব্যবসায় ভাল সময় চলবে। আর্থিক বিষয়ে প্রত্যাশার চেয়ে বেশি সুবিধা পাবেন। পারিবারিক জীবনে সমস্যা থেকে মুক্তি পাবেন। সংসারে শান্তি থাকবে।

কুম্ভ: নভেম্বর মাস কুম্ভ রাশির মানুষদের জন্য সবর্ণ সময় নিয়ে এসেছে। নতুন কিছু করতে চাইলে এখনই শুভ সময়। যে কোনও কাজে সাফল্যের বড় যোগ রয়েছে। ব্যবসা –বাণিজ্যের লাভের সম্ভাবনা রয়েছে। বাড়বে আয়, কমবে ব্যয়। সঞ্চয়ের রাস্তা প্রশস্ত হবে। রাতারাতি মোটা টাকা হাতে আসার সুযোগ আছে।