আজকাল ওয়েবডেস্ক: গ্রহদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহু। এই গ্রহই শনির পরে সব থেকে ধীর গতিতে চলমান৷ ১৮ মাসে এক রাশি থেকে আরও এক রাশিতে যায় ছায়াগ্রহ রাহু। একইসঙ্গে একটি নির্দিষ্ট সময় ছাড়া রাহু নক্ষত্র পরিবর্তন করে থাকে ৷ জ্যোতিষশাস্ত্রে কথিত রয়েছে, রাহু গতিবিধি পরিবর্তন করলেই তার প্রভাব ১২ টি রাশির উপর পড়ে। আগামী মার্চ মাসে শনি রাশি পরিবর্তন করবে। শনি কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবে, যেখানে ইতিমধ্যেই রাহু বিরাজমান।। যার ফলে ৩টির রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। জেনে নেওয়া যাক সেই বিষয়ে-
বৃষ রাশি: আগামী বছর রাহুর প্রভাবে বৃষ রাশির জন্য লাভজনক হতে চলেছে। অনেক দিনের আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। বাড়িতে কোনও শুভ কাজ হতে পারে। চাকরি-ব্যবসার উন্নতির সম্ভাবনা রয়েছে। পরিবারে সকলের সঙ্গে ভাল সময় কাটাবেন।
কন্যা রাশি: রাহুর শনির রাশিতে গমন কন্যা রাশির জন্য সুদিন নিয়ে আসবে। যারা চাকরি খুঁজছেন, তাঁদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। পুরনো অফিসে পদোন্নতি হতে পারে। ব্যবসায়ে বড় চুক্তি থেকে লাভের সম্ভাবনা রয়েছে।
মীন রাশি: আগামী বছর মীন রাশিতে রাহুর গমনে এই রাশির জীবনে বড় প্রভাব পড়বে। আয়ের উৎস বাড়বে। ফলে তুঙ্গে থাকবে আত্মবিশ্বাস। চাকরিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন। সহকর্মীদের সহযোগিতার কাজের পরিবেশ অনুকূল থাকবে। ব্যবসায়ে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে।
