আজকাল ওয়েবডেস্ক: এক সময় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের অন্যতম। কিন্তু আজ তিনি আর শতকোটিপতি নন বরং একজন সাধারণ মানুষ। ৯৫ বছর বয়সে এসে নিজের যাবতীয় সম্পত্তি দান করে গোটা বিশ্বকে চমকে দিয়েছেন সৌদি আরবের অন্যতম ধনী ব্যক্তি সুলেমান আল রাজি। প্রায় ১৬০০ কোটি ডলারের সম্পত্তি বিলিয়ে দিয়েছেন তিনি।
শুধু নগদ অর্থই নয়; বিশ্বের অন্যতম লাভজনক ব্যাংক, ‘আল রাজি ব্যাংক’-এর শেয়ার থেকে শুরু করে নিজের রিয়েল এস্টেট, ব্যবসা, পোল্ট্রি ফার্ম সবই দান করে দিয়েছেন নবতিপর ধনকুবের। তাঁর সম্পত্তির দুই-তৃতীয়াংশ একটি ‘ওয়াকফ’ (ইসলামিক দাতব্য তহবিল)-এর অধীনে রাখা হয়েছে, যা শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সুরক্ষা এবং ধর্মের মতো দীর্ঘমেয়াদী জনহিতকর কাজে সহায়তা করবে। বাকি অংশ তিনি তাঁর সন্তানদের মধ্যে ভাগ করে দিয়েছেন।
এক সময় আল রাজির নাম ফোর্বসের শীর্ষ ধনকুবেরদের তালিকায় ছিল। কিন্তু এখন তিনি নিছকই সাধারণ একজন মানুষ। কিন্তু তাঁর এই ত্যাগের কারণ কী? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি যা কিছু দিয়েছি, ঈশ্বরের জন্যই দিয়েছি।” প্রসঙ্গত, রাজি নিজে কিন্তু মোটেই সোনার চামচ মুখে নিয়ে জন্মাননি। বরং শূন্য থেকেই জীবন শুরু করেছিলেন তিনি। প্রবল দারিদ্র্যে জন্ম, একসময় মালবাহকের কাজ করতেন। বাড়ি বাড়ি খবরের কাগজ বিলির কাজও করেছেন এক সময়। বিশ্বের অধিকাংশ ধনকুবের যেখানে আরও বেশি টাকা কামানোর চেষ্টা করে চলেছেন সেখানে সুলেমান ব্যক্তিক্রমী একজন ব্যক্তিত্ব বলেই মনে করছেন অনেকে।