আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরে অনেক শক্তিশালী গ্রহ অবস্থান পরিবর্তন করতে চলেছে। যার মধ্যে একটি হল শনি। গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হিসাবে বিবেচিত হয় শনি। প্রতি আড়াই বছরে শনিদেব রাশি পরিবর্তন করেন। ২০২৫ সালের ২৯ মার্চ শনি গোচর করতে চলেছে। কুম্ভ রাশি থেকে বৃহস্পতির রাশি অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবেন শনিদেব। আড়াই বছর এই রাশিতে থাকার পর মেষ রাশিতে পৌঁছবেন। আর শনির এই অবস্থান পরিবর্তনের অশুভ প্রভাব পড়বে ৪টি রাশির উপর। তাহলে কাদের দু:সময় আসতে চলেছে, জেনে নেওয়া যাক-
মেষ রাশি- শনির চালে মেষ রাশির মানসিক চাপ বাড়তে পারে। সংসারে হতে পারে আর্থিক টানাটানি। বুঝেশুনে খরচ না পড়লে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভেবে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। নাহলে ক্ষতির সম্ভবনা রয়েছে। পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে।
বৃষ রাশি : শনিদেবের রাশি পরিবর্তন বৃষ রাশির উপর নেগেটিভ প্রভাব পড়বে। হঠাৎ আয়ের উৎস কমে যেতে পারেন। বেতন বন্ধ যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। নিজের ব্যবহারে সংযম আনা জরুরি। নাহলে সঙ্গীর সঙ্গে সম্পর্কে দূরত্ব বাড়তে পারে।
কুম্ভ রাশি- বছরের মাঝামাঝি সময় কুম্ভ রাশির জন্য খুব একটা শুভ হবে না। ব্যবসায় আয় কমে যেতে পারে। বাড়বে খরচ। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে যে কোনও সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হবে।
মীন রাশি- শনির রাশি পরিবর্তনে সবচেয়ে বেশি প্রভাব পড়বে মীন রাশির উপর। মানসিক অস্থিরতা এবং আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে। রাগ এবং কথাবার্তার উপর নিয়ন্ত্রণ না রাখলে কোনও ঝামেলায় জড়াবেন পারেন। বুঝে শুনে খরচ না করলে আর্থিক সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
