আজকাল ওয়েবডেস্ক: চালে পোকা হওয়ার মূল কারণ হল আর্দ্র ও উষ্ণ আবহাওয়া। দোকান বা গুদাম থেকে কেনার সময়ই চালে পোকার ডিম থাকতে পারে। সেই চাল খোলা পাত্রে রাখলে বা পুরনো চালের সঙ্গে মেশালে পোকা দ্রুত ছড়িয়ে পড়ে। চালে থাকা ক্ষুদ্র ডিম থেকে অনুকূল পরিবেশে পোকা জন্মায় এবং বংশবৃদ্ধি করে চাল নষ্ট করে দেয়। সঠিক পদ্ধতিতে বায়ুরোধী পাত্রে চাল সংরক্ষণ করলে এই সমস্যা অনেকটাই প্রতিরোধ করা যায় বটে, কিন্তু রান্নার জন্য মাঝেমধ্যেই চালের পাত্র খুলতেই হয়। তাই প্রয়োজন অন্য কোনও পদ্ধতি।
১. তেজপাতা ও নিমপাতা: চাল রাখার পাত্রে কয়েকটি শুকনো তেজপাতা অথবা নিমপাতা রেখে দিলে এর তীব্র গন্ধ চালের পোকাকে দূরে রাখে। তেজপাতা ও নিমপাতার অ্যান্টিব্যাকটেরিয়াল এবং কীটনাশক গুণ পোকাদের বংশবৃদ্ধি রোধ করতেও সাহায্য করে। চালের পরিমাণের ওপর নির্ভর করে পাতার সংখ্যা কমবেশি করতে পারেন। পাতাগুলো কিছুদিন পর পর পরিবর্তন করে দিলে ভাল ফল পাওয়া যায়।
২. লবঙ্গ: লবঙ্গের শক্তিশালী গন্ধ চালের পোকাদের জন্য অসহ্য। একটি পরিষ্কার কাপড়ে কয়েকটি লবঙ্গ পুঁটলি করে চালের পাত্রের ভেতরে রেখে দিন। অথবা সরাসরি কয়েকটি লবঙ্গ চালের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। এতে পোকা চালের ধারেকাছে আসবে না এবং চাল দীর্ঘদিন সুরক্ষিত থাকবে।
৩. শুকনো লঙ্কা: কয়েকটি শুকনো লাল লঙ্কা চালের পাত্রে রেখে দিলে পোকার উপদ্রব কমে। শুকনো মরিচের ঝাঁঝালো গন্ধ পোকাদের তাড়াতে সাহায্য করে। খেয়াল রাখবেন মরিচ যেন ভাঙা না হয়, তাহলে চালে ঝাল ছড়িয়ে যেতে পারে। আস্ত শুকনো মরিচ ব্যবহার করাই শ্রেয়।
৪. রোদে শুকানো: যদি চালে পোকা লেগে যায়, তাহলে সবচেয়ে সহজ ও কার্যকর একটি উপায় হল চাল কড়া রোদে শুকিয়ে নেওয়া। একটি বড় পাত্রে বা পরিষ্কার কাপড়ে চাল ছড়িয়ে দিয়ে কয়েক ঘণ্টা কড়া রোদে রাখুন। রোদের তাপে পোকা এবং তাদের ডিম নষ্ট হয়ে যায়। চাল শুকিয়ে ঠান্ডা করে তারপর বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন।
