আজকাল ওয়েবডেস্ক: রোজ রাতেই পাশে শোয়া মানুষের আপনার নাক ডাকার জন্য ঘুম ভেঙে যায়? ঘুমের ঘোরে অনেকে এমনই সশব্দে নাক ডাকেন। অনেকে এই সমস্যাকে খুব একটা পাত্তা দেন না। সাধারণত ঘুমন্ত অবস্থায় নাক, মুখ, গলা থেকে শুরু করে শ্বাসনালীর কোনও অংশে বায়ু বাধা পেলে এমন শব্দ তৈরি হয়। কিন্তু আপাতভাবে সামান্য মনে হলেও এর পিছনে থাকতে পারে একাধিক জটিল রোগ। বিশেষত, যাঁরা নিয়মিত নাক ডাকেন তাঁদের একাধিক সমস্যার আশঙ্কা থাকে অনেকটাই বেশি। তাহলে কোন কোন সমস্যা হতে পারে জেনে নেওয়া যাক-
উচ্চ রক্তচাপ- খুব জোরে নাক ডাকলে সেই ব্যক্তির উচ্চ রক্তচাপ থাকতে পারে। যা থেকে স্ট্রোকের মতো ঘাতক রোগ হওয়ার আশঙ্কা থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, নাক ডাকার সমস্যার সঙ্গে জড়িয়ে থাকে স্ট্রোকের আশঙ্কা। বিশেষত যাঁরা নিয়মিত নাক ডাকেন তাঁদের আরও বেশি করে সতর্ক থাকা উচিত।
হার্টের রোগ- অল্প বয়সে নাক ডাকা হৃদরোগের লক্ষণ হতে পারে। অ্যারিদমিয়ার মতো হার্টের রোগ লুকিয়ে থাকতে পারে নাক ডাকার পিছনে। এক্ষেত্রে হৃদগতির ছন্দপতন হয়। আরও সোজা করে বললে, প্রতিমিনিট হার্টের যতটা গতিতে দৌড়ানো উচিত তার থেকে কম বা বেশি হয়ে যায়। এই জন্যই দেখা দেয় সমস্যা। এক্ষেত্রে যাঁদের নাক ডাকার সমস্যা থাকে তাঁদের আরও বেশি করে হতে হবে সতর্ক।
ডায়াবেটিস- নাক ডাকার পিছনে নাক ডাকা এবং স্লিম অ্যাপনিয়ার কারণে শরীরে কার্যকারিতা এবং ইনসুলিনের মাত্রার উপর প্রভাব ফেলে। শরীর ঠিকমতো সুগার তৈরি করতে পারে না, তাই এক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার প্রবণতা বাড়ে।
