আজকাল ওয়েবডেস্ক: আগুন ধরে গিয়েছে নেটমাধ্যম টিকটকে। গিবলি ট্রেন্ড থামতে না থামতেই নতুন এক জিনিসে মন মজেছে নেটপ্রভাবীদের। শুধু টিকটক নয়, বিভিন্ন নেটমাধ্যম খুললেই নজরে আসবে একের পর এক মডেল সাদা, অর্ধতরল, থকথকে নতুন এক রূপটান সামগ্রী নিয়ে ত্বকচর্চায় ব্যস্ত। কী সেই সামগ্রী? কাঁচা ডিমের সাদা অংশ!

যাঁরা ডিমের এই সাদা অংশ মুখে মাখছেন, তাঁদের দাবি এতে ত্বক টানটান হয়ে, বলিরেখা কমে এবং নতুন জৌলুশ খুঁজে পায় ত্বক। তাঁদের আরও দাবি ডিমের এই সাদা অংশে প্রচুর পরিমাণে কোলাজেন নামক প্রোটিন থাকে। এই কোলাজেন ত্বকের কোষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিয়ম করে ডিমের সাদা অংশ দিয়ে তৈরি প্যাক কিংবা ফেসমাস্ক মুখে লাগালে বয়স কমে যায়, এমনকী চোখের তলায় কালচে দাগ দূর হয়, ঝুলে পড়া চামড়াও টানটান হয়। 

একের পর ‘বিউটি ইনফ্লুয়েনসার’ ডিমের এই সাদা অংশ মুখে লাগানোর ভিডিও পোস্ট করছেন সমাজমাধ্যমে। তবে বিষয়টি মোটেই হজম হচ্ছে না নেটিজেনদের একাংশের। তাঁদের প্রশ্ন - “ওসব কী লাগাচ্ছেন, কেনই বা লাগাচ্ছেন।” এক চর্মরোগ বিশেষজ্ঞ তো আবার পাল্টা একটি পোস্ট করেছেন। মেলানি আবেয়াটা নামের ওই মার্কিন চর্মরোগ বিশেষজ্ঞের মতে, ডিম সরাসরি মুখে লাগালে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা বেশি। কারণ তার থেকে বিভিন্ন ধরনের অ্যালার্জি এবং সালমোনেলা নামক জীবাণুর সংক্রমণ হতে পারে। ডিমের কোলাজেন পাওয়ার জন্য ডিম খাওয়াই যথেষ্ট বলে মত তাঁর।