আজকাল ওয়েবডেস্ক: বৈদিক শাস্ত্রমতে, নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহ স্থান পরিবর্তন করে। আবার দুই গ্রহের সংযোগে গুরুত্বপূর্ণ যোগ তৈরি হয়। যার শুভ-অশুভ প্রভাব পড়ে ১২ টি রাশির উপর। বর্তমানে গ্রহের রাজা সূর্য কুম্ভ রাশিতে রয়েছে। সূর্য আগামী ৮ মার্চ সকাল ১০টা ৪০ মিনিটে মঙ্গলের সঙ্গে ১২০ ডিগ্রিতে অবস্থান করবে। সেই সময়ে নবপঞ্চম রাজযোগ গঠন হতে চলেছে। কয়েকটি রাশির উপর নবপঞ্চম রাজযোগের শুভ প্রভাব পড়বে৷ তাহলে ভাগ্যের চাকা ঘুরবে কাদের, দেখে নেওয়া যাক- 

সিংহ- নবপঞ্চম রাজযোগের প্রভাবে সিংহ রাশির শুভ সময় আসতে চলেছে। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে। বন্ধুর কাছে ঋণের টাকা শোধ করতে পারবেন। পুরনো বিনিয়োগ থেকে লাভবান হবেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন।

কুম্ভ- সূর্য-মঙ্গলের নবপঞ্চম রাজযোগ কুম্ভ রাশির জন্য লাভজনক হবে। প্রেম জীবন সুখের কাটবে। সম্পর্কে অনেক দিন ধরে অশান্তি চললে এবার তা মিটে যাবে। কাজের এনার্জি পাবেন। সংসারে আর্থিক সংকট কাটবে। নতুন কোনও আয়ের উৎস খুঁজে পেতে পারেন।

মীন- শীঘ্রই নবপঞ্চম রাজযোগে মীন রাশির সৌভাগ্যের দরজা খুলতে চলেছে। অনেক দিনের আটকে থাকা টাকা ফেরত পাবেন। কেরিয়ারে উন্নতির সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। যে কোনও সাফল্যের যোগ রয়েছে৷ সন্তানের বিদেশ যাত্রার খবর পেতে পারেন।