বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। আগস্ট মাসে একাধিক গ্রহ ঘর পরিবর্তনের করবে। চলতি মাসে সূর্য, বুধ, শুক্র গতি বা অবস্থান পরিবর্তন করতে চলেছে। যার ফলে পাঁচটি রাশির জীবনে ইতিবাচক প্রভাব পড়তে চলেছে।
আগামী ৯ আগস্ট কর্কট রাশিতে উদয় হবে বুধ। এরপর ১১ অগস্ট বুধ বক্রী চলন ছেড়ে মার্গী হবে। আগামী ১৭ অগস্ট কর্কট রাশি ছেড়ে কন্যা রাশিতে যাবে সূর্য। এরপর ২১ অগস্ট কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র। মাসের শেষে ৩০ অগস্ট সিংহ রাশিতে গোচর করবে বুধ। একইসঙ্গে চলতি মাসে নিজের রাশি সিংহেও গোচর করবে সূর্য। ফলে রাজ রাজেশ্বর যোগ গঠন করবে গ্রহরাজ। আগস্টে বুধাদিত্য রাজযোগ ও লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাবও থাকবে।
সবমিলিয়ে এই মাসে পাঁচ রাশির বড়সড় বদল আসতে চলেছে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-
মেষ - চলতি মাসে মেষ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য সহায় হবে। শিক্ষা কিংবা গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা উন্নতি করবেন। একাধিক শুভ যোগের প্রভাবে আধ্যাত্মিক ধারণায় বিশ্বাস বাড়বে। নতুন কোনও কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। পুরনো ঋণ শোধ করতে পারবেন। লটারির টিকিট কাটলে বাম্পার লাভ হতে পারে। কেরিয়ারে প্রভাবশালী কারওর সঙ্গে দেখা হতে পারে।
মিথুন- আগস্ট মাসে মিথুন রাশির জীবনে বদল আসতে চলেছে। আগামী কয়েক দিন অনেক দিনের অপূর্ণ ইচ্ছা পূরণ করতে পারবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। অর্থ উপার্জন একাধিক রাস্তা পাকা হবে। চাকরিতে নতুন সুযোগ পেতে পারেন। সামাজিক সম্পর্ক দৃঢ় করবে। মনে অযথা কোনও নেতিবাচক চিন্তার জায়গা দেবেন না। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন, বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে।

কন্যা- কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য আগস্ট মাস শুভ হতে চলেছে। সমাজে সুখ্যাতি অর্জন করতে পারেন। আয়-ব্যয়ের সামঞ্জস্য রেখে সঞ্চয় করতে পারবেন। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। সঙ্গীর সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
তুলা- আগস্ট মাসে তুলা রাশির জাত-জাতিকাদের আত্মবিশ্বাস বাড়াবে। যে কোনও কাজে ইতিবাচক মনোভাব থাকবে। কর্মক্ষেত্রে কাজের পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের থেকে সহযোগিতা পাবেন। মানসিক শান্তি থাকবে। শরীর-স্বাস্থ্য আগের থেকে ভাল হবে। সমাজে মান-সম্মান বাড়বে।
কুম্ভ - আগস্ট মাসে বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবনে সুদিন ফিরবে। এই রাশির জীবনে প্রেম, সৃজনশীলতা এবং সন্তান সংক্রান্ত বিষয় শুভ হতে চলেছে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। সৃজনশীল কাজে সাফল্য পাবেন। শিক্ষার্থীরা বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পেতে পারেন। সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। বিনিয়োগের পক্ষে দিনটি শুভ। সন্তানের থেকে কোনও সুখবর পেতে পারেন।
