আজকাল ওয়েব ডেস্ক: মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিকে বলা হয় মৌনী অমাবস্যা। এবারের মৌনী অমাবস্যাকে খুবই বিশেষ বলে মনে করা হচ্ছে। হিন্দু পঞ্চং অনুসারে, ২০২৫-এ ২৯ জানুয়ারি ২০২৫ তারিখে পালিত হবে  মৌনী অমাবস্যা । কথিত আছে যে, অমাবস্যার দিনে পূর্বপুরুষরা তাঁদের বংশধরদের সাথে দেখা করতে আসেন। এমতাবস্থায় এই দিনে শ্রাদ্ধ, তর্পণ ও পিন্ডদান করে পরিবারের সদস্যদের উপর পিতৃপুরুষের আশীর্বাদ বজায় থাকে। মহাকুম্ভের মাঝখানে মৌনী অমাবস্যার একটি বিশেষ সংযোগ তৈরি হচ্ছে। ধর্মীয় ঐতিহ্য অনুসারে, এই দিনে পবিত্র নদীতে স্নানের পর দান করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে দান করলে বহুগুণ বেশি পুণ্য লাভ হয়। জ্যোতিষ গণনা অনুযায়ী এবারের মৌনি অমাবস্যায় যে সংযোগ তৈরি হতে চলেছে  তার প্রভাব রাশিচক্রের ৪ রাশির জাতকদের উপর তীব্রভাবে পড়বে। তাহলে কাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে,জেনে নেওয়া যাক। সেই ৪ রাশি হল বৃষ, কর্কট, কন্যা ও মকর। 


অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানিয়েছেন, মৌনি অমাবস্যার দিন মকর রাশিতে সূর্য, চন্দ্র এবং বুধ গ্রহের যোগ হবে যার ফলে ত্রিবেণী যোগ তৈরি হবে। এই তিথিতে দেবগুরু বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে সূর্য, চন্দ্র এবং বুধ গ্রহকে দেখবেন যা নবপঞ্চম যোগ তৈরি করবে। আসুন জেনে নেওয়া যাক, কোন ৪ রাশির জাতকদের উপর কী প্রভাব ফেলবে মৌনী অমাবস্যা। 

কর্কট রাশি: এই রাশির জাতকদের  দাম্পত্য জীবনে সুখ থাকবে৷ ব্যবসা বৃদ্ধি হওয়ার পাশাপাশি বিদেশ যাত্রার-ও যোগ হবে।  অন্যদিকে, বহুদিন ধরে আটকে থাকা টাকা ফিরে আসবে। বাড়িতে মাঙ্গলিকের কাজ হবে। 

 

কন্যা রাশি: সুদিন ফিরবে কন্যা রাশির। সন্তানের স্বাস্থ্য আগের চেয়ে অনেক ভাল থাকবে। ব্যবসায়ে বড় কিছু হতে পারে, যা বর্তমানে তো বটেই ভবিষ্যতেও লাভজনক হবে৷ নতুন গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন। যাঁরা অবিবাহিত, তাঁদের বিয়ের যোগ বাড়বে। 

 

বৃষ রাশি: বৃষ রাশির জাতকদের উপর এই ত্রিবেণী যোগ দারুণ শুভ প্রভাব ফেলবে। অফিসে কাজের প্রশংসা পেতে পারেন৷ কর্মক্ষেত্রে দারুণ সাফল্যের মুখ দেখবেন। এই রাশির জাতকদের এই সময়ে পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে। আধ্যাত্মিকতার প্রতি বাড়বে ঝোঁক। 

 

মকর রাশি: শুভ প্রভাব পড়তে পড়বে মকর রাশি জাতকদের উপরেও। সমাজে মান-সম্মান বেড়ে যাবে কয়েকগুণ। ব্যক্তিগত জীবনে সুখবৃদ্ধি হতে পারে চোখে পড়ার মতো। ব্যক্তিগত জীবনে পরিবর্তন আসবে বটে তবে তা অবশ্যই ইতিবাচক হবে। এছাড়া যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের অর্থ সংক্রান্ত বিষয়ে চিন্তা কমে যাওয়ার পাশাপাশি ব্যবসা বৃদ্ধি হতে পারে।