আজকাল ওয়েবডেস্ক: মাঘ মাসের অমাবস্যা তিথির নাম মৌনী অমাবস্যা। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, আজ মঙ্গলবার ২৮ জানুয়ারি সন্ধে ৭ টা ৩৫ মিনিট থেকে মৌনী অমাবস্যার তিথি পড়েছে। এই তিথি শেষ হবে ২৯ জানুয়ারি সন্ধে ৬ টা ০৫ মিনিটে। সমস্ত অমাবস্যার মধ্যে মৌনী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রয়াগরাজে বর্তমানে মহাকুম্ভ চলছে। মৌনী অমবস্যা উপলক্ষে সেখানে শাহী স্নানও করা হবে।
এবারের মৌনী অমাবস্যায় অত্যন্ত শুভ সংযোগ তৈরি হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই তিথিতে মকর রাশিতে সূর্য, চন্দ্র ও বুধ একসঙ্গে উপস্থিত থাকবে। যার প্রভাবে ত্রিবেণী যোগ তৈরি হবে। একইসঙ্গে বৃহস্পতির সঙ্গে এই তিন গ্রহের নবমপঞ্চম যোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্র মতে, এই শুভ দিনে বেশ কিছু কাজ করলে বছরভর থাকে অর্থকষ্ট। জীবনে ঘনিয়ে আসতে পারে বিপদ। তাহলে জেনে নেওয়া যাক সেই বিষয়ে-
কথিত রয়েছে, মৌনী অমাবস্যার দিনে মাংস পেঁয়াজ-রসুন খাওয়া উচিত নয়। এই দিনে কারও সঙ্গে তর্ক করবেন না।
মৌনী অমাবস্যার দিনে কারও সঙ্গে মিথ্যা বলবেন না। মৌনী অমাবস্যার দিন চুল বা নখ কাটারও পরামর্শ দেওয়া হয়।
কথিত রয়েছে, মৌনী অমাবস্যার রাতে ভুল করেও নির্জনে বা শ্মশানে একা যাওয়া উচিত নয় এতে জীবনে নেগেটিভ এনার্জির খারাপ প্রভাব পড়তে পারে।
এই শুভ দিনে কোনও রকম বিবাদে জড়িয়ে যাবেন না৷ অন্যথা হলে পূর্বপুরুষদের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন বলে মনে করা হয়৷
অন্যদিকে, শাস্ত্র অনুযায়ী, মৌনী অমাবস্যার সন্ধ্যায় অশ্বত্থগাছের নীচে প্রদীপ জ্বালালে এবং শনিদেবের মন্ত্র জপ করলে শনিদেব সন্তুষ্ট হবেন। নেতিবাচক প্রভাব কেটে যেতে পারে। এই দিনে দরিদ্রকে কালো বস্ত্র দিলে তুষ্ট হন শনিদেব। গঙ্গা বা কোনও নদীর জলে স্নান করে দিন শুরু করলে শুভ হয়।
