আজকাল ওয়েবডেস্কঃ জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের অবস্থান পরিবর্তনের কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ যোগ তৈরি হয়। যার মধ্যে একটি বিপজ্জনক যোগ হল কুজকেতু যোগ। গত ৭ জুন মঙ্গল সিংহ রাশিতে গোচর করেছেন। ২৮ জুলাই পর্যন্ত সেখানেই থাকবেন গ্রহের সেনাপতি। কেতুও এই রাশিতে অবস্থিত। আর সিংহ রাশিতে মঙ্গল ও কেতুর সংযোগে কুজকেতু যোগ তৈরি হয়েছে। যা একটি অশুভ যোগ বলে মনে করা হয়। এই ভয়ঙ্কর যোগের প্রভাবে চার রাশির জাতক-জাতিকাদের জীবনে নেতিবাচক প্রভাব পড়বে। কাদের সতর্ক থাকতে হবে, জেনে নিন- 

মেষঃ কুজকেতু যোগে মেষ রাশির অশুভ সময় আসতে চলেছে। এই সময়টায় রাগ নিয়ন্ত্রণ করুন। অন্যথায় বিবাদে জড়াতে পারেন। অচেনা কাউকে দ্রুত বিশ্বাস করবেন না। সঠিক খাদ্যাভ্যাস ঠিক না রাখলে বড়সড় রোগে ভুগতে পারেন। খুব কাছের কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে।

সিংহঃ মঙ্গল এবং কেতুর সংযোগ সিংহ রাশির জীবন দুর্বিষহ করে তুলবে। কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবেন। চাকরিতে অর্থ ও পদ উভয়ই হারাতে পারেন। অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের তিক্ততা হতে পারে।  সহকর্মীদের সঙ্গে বিবাদে জড়াতে পারেন৷ আর্থিক সমস্যায় পড়বেন।

বৃশ্চিকঃ কুজকেতুর প্রভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। অসাবধান হলে খোয়াতে পারেন অর্থ।  অফিসে পদ হারানোরও ভয় রয়েছে। স্বাস্থ্যের প্রতি নজর থাকুন, দীর্ঘস্থায়ী রোগে ভুগতে পারেন। 

মীনঃ মঙ্গল-কেতুর ভয়ঙ্কর যোগে নানা রকম ঝামেলায় জড়াতে পারেন মীন রাশির মানুষেরা। সঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে। সম্পর্কে চিড় ধরতে পারে। হাড়ের ব্যথা ও ত্বকের সমস্যায় ভুগতে পারেন। মানসিক চাপ বাড়বে। দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।