বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব পড়ে। যেমন আজ মঙ্গলের গোচরে পাঁচ রাশির জীবনে ইতিবাচক বদল আসতে চলেছে।

জ্যোতিষশাস্ত্রে, মঙ্গলকে সাহস, শক্তি এবং বীরত্বের কারক গ্রহ বলা হয়। কোষ্ঠীতে মঙ্গল অর্থাৎ সেনাপতি গ্রহ শক্তিশালী হলে ভাগ্য সবসময় পাশে থাকে। আর মঙ্গলের অবস্থান যদি শুভ হয়, তাহলে জীবনে উন্নতির পথ প্রশস্ত হয়। 

বর্তমানে মঙ্গল রয়েছে কন্যা রাশিতে। আজ ১৩ সেপ্টেম্বর রাত ৯টা ৩৪ মিনিটে মঙ্গল কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করবে। এরপর ২ অক্টোবর পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবেন গ্রহের সেনাপতি। মঙ্গলের এই গোচরের কারণে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে পাঁচ রাশির। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-


মেষ: শনিবার মেষ রাশির শুভ সময় শুরু হবে। যে কোনও কাজ পরিকল্পনা মাফিক শেষ করতে পারবেন। শুধু তাই নয়, সাফল্য থাকবে হাতের মুঠোয়। যারা ব্যবসা বাড়ানোর বিষয়ে ভাবছেন, তাঁদের জন্য ইতিবাচক ফল পেতে পারেন। অর্থ সংক্রান্ত সমস্যা থাকলে ঋণ পেতে পারেন। আইনি ঝামেলা থেকে মুক্তি পাবেন। যে কোনও কাজে সঙ্গীকে পাশে পাবেন। 


মিথুন: মঙ্গলের প্রভাবে মিথুন রাশির জাতক-জাতিকাদের মানসিক পরিস্থিতির উন্নতি হবে। গাড়ি-বাড়ি কেনার যোগ রয়েছে। পুরনো কোনও বিনিয়োগ থেকে ভাল লাভ পাবেন। পরিবারে শান্তি থাকবে। শিক্ষার্থীদের মনের ইচ্ছা পূরণ হতে পারে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।


তুলা: মঙ্গলের ঘর বদলে তুলা রাশির ভাগ্য সদয় হবে। সময়ে কাজ শেষ করতে পারবেন। বিদেশে কাজ করলে বেশি লাভবান হওয়ার সুযোগ পাবেন। আমদানি-রপ্তানির ব্যবসা থাকলে কোনও সুখবর পেতে পারেন। জীবনে আরাম-বিলাসিতা বাড়বে। অনেক দিনের অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। 


ধনু: মঙ্গলের গোচর ধনু রাশির জন্য লাভজনক হবে। ভাগ্য আপনার সঙ্গে রয়েছে, তাই যে কাজই করবেন সাফল্যের যোগ রয়েছে। অফিসে আয় বাড়তে পারে। পুরনো কোনও ইচ্ছা পূরণ হবে। রাজনৈতিক ও সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকলে মান-সম্মান বাড়বে। নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন।


মকর: আজ থেকে সোনায় মুড়বে মকর রাশির ভাগ্য। কোনও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগলে সুস্থ হয়ে উঠবেন। কর্মসূত্রে দূরে কোথাও যেতে পারেন। কর্মক্ষেত্রে একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। যার থেকে ভবিষ্যতে কেরিয়ারে সাহায্য পেতে পারেন। ধার্মিক বিষয়ে মনযোগ বাড়বে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি হতে পারে। সঙ্গীর সঙ্গে সম্পর্কে উন্নতি হবে।