আজকাল ওয়েবডেস্কঃ গ্রহের সেনাপতি মঙ্গল প্রতি ৪৫ দিন অন্তর রাশি পরিবর্তন করে থাকেন৷ যার শুভ-অশুভ প্রভাব পড়বে ১২টি রাশির উপর। জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে, আগামী ৭ জুন শনিবার মঙ্গল কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবেন। সূর্যের অধিপতি সিংহ রাশিতে মঙ্গলের গোচরকে একটি বিশেষ জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। যার ফলে শীঘ্রই চার পাশির ভাগ্যে বদল আসতে চলেছে। 

মেষঃ মঙ্গলের ঘর বদলে লাভবান হবে মেষ রাশি। এই রাশির জাতক-জাতিকাদের জীবনে বিরাট উন্নতির দিন আসতে চলেছে। অনেক দিনের আটকে থাকা টাকা হাতে পাবেন। পুরনো ঋণমুক্তি হবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। 

কর্কটঃ গ্রহের সেনাপতির প্রভাবে কর্কট রাশির সুদিন ফিরতে চলেছে। অনেক দিনের অসম্পূর্ণ কাজ শেষ করতে পারেন। কর্মক্ষেত্রে কাজের অনুকূল পরিবেশ থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।  

সিংহঃ বছরের মাঝামাঝি মঙ্গলের অবস্থান বদলে সিংহ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য সদয় হবে। যে কোনও কাজে হাত দিলে সাফল্যের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। নতুন কোনও কাজের দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ে বড় বিনিয়োগ করতে পারেন যা থেকে ভবিষ্যতে লাভ হবে। মানসিক জোর বাড়বে।

ধনুঃ মঙ্গলের প্রভাবে ধনু রাশির জাতক-জাতিকাদের প্রেম জীবন সুখের কাটবে। সম্পর্কে অনেক দিন ধরে অশান্তি চললে এবার তা মিটে যাবে। কাজের দারুণ এনার্জি পাবেন। সংসারে আর্থিক সংকট কাটবে। নতুন কোনও আয়ের উৎস খুঁজে পেতে পারেন। ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন।