আজকাল ওয়েবডেস্ক: “প্রথমে ওঁর একজন বান্ধবী ছিল, তার পর হঠাৎ করে আরও দু’জন বান্ধবী এল। তার পর আরও একজন, তারও পর আরও একজন!” সমাজমাধ্যমে নিজের প্রেমিকের বিরুদ্ধে এমনিই অনুযোগ করলেন এক ব্রাজিলিয়ান মডেল। ভাবতে পারেন, এ আর নতুন কী, এমন ছলনার ঘটনা তো আজকাল মাঝেমধ্যেই শোনা যায়। এই ধরনের ঘটনা থেকেই তো বিচ্ছেদ হয়। কিন্তু না। এখানেই চমক। এখানেই ব্যতিক্রম। বিচ্ছেদ তো দূরের কথা বরং অন্যান্য প্রেমিকার সঙ্গে প্রেমিককে ভাগ করে নিতে শিখেছেন তিনি। এই ঘটনার কথাই এখন ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে।
ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন এমিলি সৌজা নামের এক মডেল। তিনি জানিয়েছেন, বর্তমানে তাঁর প্রেমিক আর্থারের মোট পাঁচ জন প্রেমিকা। সকলেই থাকেন একই ছাদের তলায়। এমিলি জানিয়েছেন, আর্থারের সঙ্গে তাঁর সম্পর্কের সূচনা বছর চারেক আগে। তখন এমিলি ২৩, আর্থার ৩৭। তখনও অবশ্য একা ছিলেন না আর্থার। লুয়ানা নামের এক স্ত্রী ছিল তাঁর। এমিলি ভেবেছিলেন সব ছেড়ে তাঁর সঙ্গেই সংসার পাতাবেন আর্থার। কিন্তু তেমনটা হয়নি। উল্টে আরও বেড়েছে আর্থারের প্রেমিকার সংখ্যা।
বর্তমানে মোট স্ত্রী লুয়ানা-সহ পাঁচ সঙ্গিনী আর্থারের। এমিলি এবং লুয়ানা ছাড়াও ভালকিরিয়া, দ্যামিয়ানা এবং কার্লা নামের তিন বান্ধবী রয়েছে তাঁর। ষষ্ঠ বান্ধবী কিছুদিন আগেই ছেড়ে গিয়েছেন। এমিলি জানিয়েছেন, এক এক রাত এক এক প্রেমিকার সঙ্গে কাটান আর্থার। একসঙ্গে থাকলেও মাঝে মধ্যেই আর্থারকে নিয়ে ঝগড়া লেগে যায় তাঁদের মধ্যে। এমনকী সেই ঝগড়া হাতাহাতির পর্যায়েও চলে যায় কখনও কখনও। কিন্তু দিনশেষে তাঁরা সকলেই আর্থারকে ভালবাসেন। তাই তাঁকে ছেড়ে যেতে পারেন না। অগত্যা এক ছাদের তলায় থাকতে হয় তাঁদের।
