আজকাল ওয়েবডেস্ক: ‘লিঙ্গ সমতা সপ্তাহে’ স্বাস্থ্য সচেতনতা বাড়াতে গিয়েই বাধল বিপত্তি। এক নামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কন্ডোম বিতরণের ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠল দেশজুড়ে। উদ্যোক্তাদের ক্যাম্পাসের ভিতরেই কন্ডোম বিলি করার বিরুদ্ধে ‘অনৈতিকতা’ প্রচারের অভিযোগ তুলে অনলাইনে পিটিশন দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার বিখ্যাত ইউনিভার্সিটি টুঙ্কু আব্দুল রহমান বিশ্ববিদ্যালয়ের-এর সুঙ্গাই লং ক্যাম্পাসে।
সম্প্রতি সেখানে আয়োজিত ‘লিঙ্গ সমতা সপ্তাহ’ পালনে উদ্যোগী হন পড়ুয়াদের একাংশ। অনুষ্ঠানে ছাত্র সংসদের পক্ষ থেকে পড়ুয়াদের মধ্যে কন্ডোম বিতরণ করা হয়। এর পরেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের বিরুদ্ধে অনলাইনে পিটিশন দায়ের করা হয়। পিটিশনে অভিযোগ করা হয়, ছাত্র সংসদ ‘কন্ডোম, যৌন উদারনীতি এবং এলজিবিটিকিউ+ ভাবধারা প্রচার করছে,’ যা বিশ্ববিদ্যালয়ের ‘নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ এবং সত্যের’ পরিপন্থী।
যদিও এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে ছাত্র সংসদ। তাদের সঙ্গে সহমত পোষণ করেছে ‘ভয়েস অফ ইউথেরিয়ান’ এবং ‘ইউনিভার্সিটি মালায়া ফেমিনিজম ক্লাব’-এর মতো ছাত্র সংগঠনগুলিও। তাদের তরফে একটি যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ঋতুকালীন সময়ে প্রজনন স্বাস্থ্য, নারী স্বাস্থ্য এবং যৌন সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ে সচেতনতা তৈরি করা। কোনও বিশেষ জীবনশৈলী বা ভাবধারার প্রচার তাদের উদ্দেশ্য ছিল না।
উদ্যোক্তারা আরও জানান, কন্ডোমের পাশাপাশি জনস্বাস্থ্য উন্নয়নের উদ্যোগের অংশ হিসেবে বিনামূল্যে স্যানিটারি প্যাডও বিতরণ করা হয়েছিল। যৌন শিক্ষা সুস্থ যৌনজীবনের জন্য অত্যন্ত জরুরি বলেই মত ছাত্র সংসদগুলির। কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ সত্ত্বেও বিতর্ক থামার লক্ষণ নেই।
