বয়স পেরিয়েছে ৫০। এখনও রূপের বাহার হোক কিংবা ফিটনেস, অল্পবয়সি অভিনেত্রীদের জোর টক্কর দিতে পারেন। বলিউডে যদি কেউ ফিটনেসের মানকে শিখরে পৌঁছে দিতে পারেন তিনি মালাইকা আরোরা। বয়সের কাঁটা এগিয়ে গেলেও আজও তিনি সমান ফিট, এনার্জিতে ভরপুর, স্টাইল আইকন। ঠিক কোন মন্ত্রে নিজের চেহারায় তারুণ্য ধরে রেখেছেন অভিনেত্রী? মালাইকা আরোরার গোপন গোপন রহস্য জানতে চান আট থেকে আশি। সম্প্রতি ওজন কমাতে এবং তারুণ্য ধরে রাখতে এক ম্যাজিক টিপস দেন তিনি।  

বলিউডের এই তারকা সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি এমন কিছু ব্যায়াম দেখিয়েছেন যা মাত্র ২ মিনিট সময় দিলেই শরীরকে করবে অনেক বেশি হালকা, ক্লান্তি কমাবে, এমনকী ১০ বছর কম বয়সি অনুভূতি দিতে পার। ভিডিও পোস্টে মালাইকা লিখেছেন, “৭টি চিনা মুভমেন্ট  যা শরীরের চাপ কমাবে, এনার্জি প্রবাহ বাড়াবে। দেখতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু ফল অসাধারণ।” 

আরও পড়ুনঃ খাওয়ার পরই সবসময়ে বাসন ধুয়ে ফেলেন? নিছক অভ্যাস নয়, আপনার মধ্যে লুকিয়ে ৮টি বিশেষ গুণ! বলছে মনোবিজ্ঞান

ভিডিওতে মালাইকা যেসব সহজ ব্যায়াম দেখিয়েছেন, সেগুলো মূলত “চিনা মুভমেন্ট” নামে পরিচিত। এগুলো শরীরের ভেতরের শক্তি প্রবাহ অর্থাৎ এনার্জি ফ্লো  এবং লিম্ফ্যাটিক সঞ্চালন উন্নত করতে সহায়তা করে। কী কী রয়েছে এই ‘চিনা মুভমেন্ট’-এ, জেনে নিন-

১. গলা ও কাঁধ ঘোরানোঃ সারাদিন বসে থাকার ফলে গলা-কাঁধ শক্ত হয়ে যায়। এই নড়াচড়া রক্ত সঞ্চালন বাড়ায় ও পেশি শিথিল করে।

২. মেরুদণ্ড ঘোরানো (স্পাইন টুইস্ট)ঃ  এই মুভমেন্টটি কোমর ও পিঠ নমনীয় করে, হজমশক্তি বাড়ায়।

৩. হাতের বৃত্তাকার নড়াচড়া ও কাঁধ তোলাঃ এই মুভমেন্টটি এমনভাবে করা হয় যেন বুক উন্মুক্ত করা হচ্ছে, এতে ক্ত সঞ্চালন বাড়ে এবং শরীরের উপরের অংশে টানটান ভাব দূর হয়।

৪. পাশের দিকে শরীর বাঁকানোঃ এটি শরীরের পাশের অংশ ও কোমরকে নমনীয় করে তোলে।

৫. কোমরের বৃত্ত (হিপ সার্কেলস)ঃ কোমর ও পেলভিকের  চাপ দূর করে, লিম্ফ প্রবাহ সচল রাখে।

৬. পায়ের স্ট্রেচ ও হালকা কিকঃ পা শক্তিশালী করে, শরীরের ভারসাম্য বাড়ায় এবং রক্ত প্রবাহকে উদ্দীপিত করে।

৭. ফুল-বডি ফ্লোঃ সব মুভমেন্টকে একসঙ্গে যুক্ত করে শরীর ও মনকে দেয় নতুন উদ্যম।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Malaika Arora (@malaikaaroraofficial)