আজকাল ওয়েবডেস্ক: বাংলায় ঠান্ডা আমেজ বেশ টের পাওয়া যাচ্ছে। টানা কয়েক মাস প্যাচপ্যাচে গরমের পর শীতকাল মন্দ লাগে না বটে! তবে শীত এলেই হানা দেয় রুক্ষ-শুষ্ক চুলের সমস্যা। শ্যাম্পু করেও লাভ হয় না। এমনকী কন্ডিশনার ব্যবহারের পরও নিস্তার নেই। সেক্ষেত্রে নামী-দামি প্রোডাক্ট নয়, নিয়মিত সঠিক উপায়ে পরিচর্যা করলেই শীতে চুল থাকবে ঝলমলে। রইল তারই হদিশ-
শীতকালে অনেকেই রোজ চুল ভেজাতে চান না। কিন্তু তাই বলে দিনের পর দিন শ্যাম্পু না করে থাকবেন না। স্ক্যাল্প অপরিষ্কার থাকলে বাড়ে চুলের নানান সমস্যা। তাই সপ্তাহে অন্তত ২-৩ দিন শ্যাম্পু করার চেষ্টা করুন।
শ্যাম্পুর পর অবশ্যই লাগাতে হবে কন্ডিশনার। কারণ কন্ডিশনার চুলে সুরক্ষা প্রলেপ তৈরি করে। হাতের তালুতে পরিমাণ মতো কন্ডিশনার নিয়ে চুলে লাগিয়ে নিন ভাল করে। ৩-৪ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। হালকা ভিজে চুলে অবশ্যই সিরাম লাগিয়ে নেবেন।
শীতে এমনিই চুল রুক্ষ থাকে, অতিরিক্ত হেয়ার টুল ব্যবহারে চুলের আরও ক্ষতি হতে পারে। ডগা চেরা, চুল পড়াও বাড়তে পারে। স্ট্রেটনিং করার আগে হিট প্রোটেকশন সিরাম লাগান। অতিরিক্ত হেয়ার প্রোডাক্ট ব্যবহার না করাই শ্রেয়।
সপ্তাহে একদিন প্রোটিন হেয়ার প্যাক লাগাতে পারেন। হেনা পাউডারের সঙ্গে টক দই কিংবা টক দই, ডিম দিয়েও বাড়িতে তৈরি করে নিতে পারেন হেয়ার প্যাক। এই হেয়ার প্যাক স্ক্যাল্পে ও চুলে ভাল করে লাগানোর পর ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করুন।
স্ক্যাল্প যদি খুব বেশি তৈলাক্ত না হয় শীতে চুলে তেল মাখতে পারেন। নারকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল, আমন্ড অয়েল মিশিয়ে মাখুন।
