আজকাল ওয়েবডেস্ক: মার্কিন তারকা কানিয়ে ওয়েস্ট মানেই বিতর্ক। কম যান না তাঁর সঙ্গী বিয়াঙ্কা সেন্সরিও। কিছুদিন আগেই গ্র্যামির মঞ্চে অনাবৃত দেহে হাজির হয়ে বিতর্ক তৈরি করেছিলেন বিয়াঙ্কা। এবার ফের বিতর্কে এই তারকা মডেল।
স্পেনে ঘুরতে গিয়েছেন কানিয়ে এবং বিয়াঙ্কা। সেখানেই বাজারে ঘুরতে বেরিয়েছিলেন দু’জন। একসঙ্গে কেনাকাটা করা এবং আইসক্রিম খাওয়াই ছিল তারকা যুগলের লক্ষ্য। কিন্তু বিয়াঙ্কা যে পোশাকে বেরিয়েছিলেন তাতেই তৈরি হয়েছে বিতর্ক। কানিয়ে সাধারণ পোশাক পরলেও বিয়াঙ্কা পরেছিলেন একটি শর্ট স্কার্ট। ঊর্ধ্বাঙ্গে যা পরেছিলেন তাকে পোশাক না বলে কয়েকটি সুতো দিয়ে তৈরি জাল বলতেই বেশি পছন্দ করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
বিয়াঙ্কার সেই পোশাকের ভিডিও ঝড় তুলেছে নেটমাধ্যম এক্স-এ। সেখানে দেখা যাচ্ছে তিনি যা পরেছেন তা কয়েকটি মাত্র সুতোয় বোনা জালের সামিল। ভেসে এসেছে নেটিজেনদের একাংশের কটাক্ষ। কেউ বলছেন, “এটা পোশাক না মাছ ধরার জাল?” কারও দাবি ব্যক্তিস্বাধীনতার নামে তারকা যা করছেন তাতে খারাপ প্রভাব পড়ছে সমাজে। তবে এবারেও সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মতোই ঘুরছেন তারকাদ্বয়।
