আজকাল ওয়েবডেস্ক: তাঁর দাবি, তিনিই বিশ্বের দীর্ঘতম থুতনির মালিক! আক্ষরিক অর্থেই তাঁর থুতনি এতই লম্বা যে তাঁর দাবিকে অস্বীকারও করতে পারছেন না কেউ। যাঁর দাবি, তিনি পেশায় ইউটিউবার, থাকেন জাপানে। জোনোচি নামের এই নেটপ্রভাবীর দাবি, তিনি আর পাঁচজনের মতোই সাধারণ থুতনি নিয়েই জন্মেছিলেন। কিন্তু পাঁচ বছর বয়স থেকে তাঁর থুতনি বা নিচের চোয়ালের হাড় বাড়তে শুরু করে এবং অস্বাভাবিক লম্বা হয়ে যায়।
জোনোচি বিশ্বাস করেন, ছোটবেলায় অতিরিক্ত দুধ পান করার কারণেই এমনটা হয়েছে। যদিও চিকিৎসকরা এখনও পুরোপুরি নিশ্চিত নন যে ঠিক কী কারণে তাঁর থুতনি এত লম্বা এবং ছুঁচলো হয়ে গিয়েছে।

আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় মরেননি, জেতেন ৫ কোটির লটারি! সাতবার মৃত্যুর মুখ থেকে ফেরা বিশ্বের সবচেয়ে ‘লাকি’ ব্যক্তি ইনি

নেটমাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যা ৩ লক্ষ ৫০ হাজার। নিজের লক্ষ লক্ষ ইউটিউব ফলোয়ারকে তিনি জানিয়েছেন যে, লম্বা হওয়ার আশায় তিনি ছোটবেলায় প্রতিদিন দুধ পান করতেন, কিন্তু ফলস্বরূপ শুধু তাঁর থুতনিটাই লম্বা হয়েছে।
তাঁর দাবি, দুধে প্রাকৃতিকভাবেই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়াম মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজগুলির অন্যতম। এটি হাড় গঠন এবং দাঁত সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি পেশী, স্নায়ু এবং হৃৎপিণ্ডকেও ভাল রাখতে সহায়তা করে। তবে ক্যালসিয়াম শরীরের জন্য অপরিহার্য হলেও। ক্যালসিয়ামের মাত্রা অতিরিক্ত বেড়ে গেলেও গুরুতর স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যাওয়াকে হাইপারক্যালসেমিয়া বলা হয়, যা উল্টে হাড়ের স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে।
আরও পড়ুন: লাবুবু ঘিরে বাড়ছে আতঙ্ক! পুতুল, নাকি শয়তানের দূত? ভয়াবহ অভিজ্ঞতায় সন্ত্রস্ত বলি নায়িকাও
চিকিৎসকরা অবশ্য দুধের কারণে ‘বিশ্বের দীর্ঘতম থুতনি’ তৈরি হওয়ার তত্ত্ব মানতে নারাজ। তাঁদের বেশিরভাগেরই মতে, জোনোচির এই অস্বাভাবিক বৈশিষ্ট্য সম্ভবত জিনগত। কিন্তু জোনোচি জানিয়েছেন, তাঁর এই অবস্থার কারণ জানতে তিনি অস্থি চিকিৎসক থেকে শুরু করে দন্তচিকিৎসক পর্যন্ত বহু স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিয়েছেন, এক্স-রেও করিয়েছেন। কিন্তু তাঁর লম্বা থুতনি এবং সুদীর্ঘ চোয়ালের গঠন চিকিৎসকদের কাছে আজও এক রহস্য, কারণ তাঁরা এমন ঘটনা আগে কখনও দেখেননি।
জোনোচি জানান যে, তাঁর পরিবারে আর কারও এমন বৈশিষ্ট্য নেই, তাই এটি যে বংশগত, তা তিনি মানতে চান না।
তাঁর একটি ভিডিওতে জোনোচি জানান, যদি দুধ থেকে এমনটা না হয়, তবে এর নেপথ্যে থাকতে পারে তাঁর জিভও। তিনি বলেন, “এইভাবে থুতনি বেড়ে যাওয়ার আরও কয়েকটি কারণ থাকতে পারে। প্রথমটি হল জন্মগত, অর্থাৎ কেউ এটি নিয়েই জন্মেছে বা এটি স্বাভাবিকভাবেই কিছুটা লম্বা। অন্যথায় আরও একটি কারণে এমনটা ঘটতে পারে। আপনি যদি সব সময় আপনার জিভ নীচের পাটিতে রেখে দেন, তবে জিভের চাপ নীচের চোয়ালে পড়ে এবং সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আপনার থুতনি বাইরের দিকে প্রসারিত হয়। অর্থাৎ, আপনার চোয়াল আক্ষরিক অর্থেই লম্বা হয়ে যায়। আমার ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছে সময়ের সঙ্গে সঙ্গে এটি প্রসারিত হয়েছে।”
কারণ যাই হোক, একটি বিষয় স্বীকার করতেই হবে, যে থুতনির এই গঠনকে নিজের দুর্বলতা হিসাবে নয়, শক্তি হিসাবে গ্রহণ করেছেন তিনি। একসময় এই ইউটিউবার তাঁর চেহারার জন্য ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হতেন, এমনকি প্রেমের ক্ষেত্রেও প্রত্যাখ্যাত হয়েছেন। কিন্তু এখন তিনি নিজের এই থুতনিকেই তাঁর ব্যক্তিগত ব্র্যান্ডে পরিণত করেছেন এবং বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে প্রায় ৫ লক্ষ ফলোয়ার অর্জন করেছেন।