লাবুবু ঘিরে বাড়ছে আতঙ্ক! পুতুল, নাকি শয়তানের দূত? ভয়াবহ অভিজ্ঞতায় সন্ত্রস্ত বলি নায়িকাও

img

আজকাল ওয়েবডেস্ক: দেখতে বাচ্চাদের খেলনার মতো। কিন্তু তার চাউনিতেই যেন লুকিয়ে রয়েছে অশরীরী আতঙ্ক! হালফিলের নতুন ট্রেন্ড ‘লাবুবু’ পুতুল নিয়েই এখন তোলপাড় নেটদুনিয়া। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে তুমুল বিতর্ক। বহু মানুষের দাবি, এই পুতুল নিছকই খেলনা নয়, এই পুতুল অশুভ শক্তির প্রতীক!

img

যদিও অনেকেই এই সব জল্পনাকে গুজব বলে উড়িয়ে দিচ্ছেন, কিন্তু একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে উঠে আসা ভুতুড়ে অভিজ্ঞতার কাহিনিতে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য।

img

এই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে লাবুবু পুতুলের অদ্ভুত চেহারা। প্রথম দেখায় সাধারণ মনে হলেও, এর রহস্যময় হাসি, বড় বড় চোখ এবং চাহনি দেখে ভয় পাচ্ছেন অনেকেই। নেটদুনিয়া এখন পুরোদস্তুর ভূতের গল্পের আসরে পরিণত হয়েছে। মাঝরাতে পুতুলের ভৌতিক কার্যকলাপ থেকে শুরু করে অশুভ শক্তির উপস্থিতির দাবি, লাবুবু পুতুলকে ঘিরে উঠে আসছে এমনই সব হাড়হিম করা কাহিনি।

img

এমনই একটি ভৌতিক অভিজ্ঞতার কথা প্রকাশ পেয়েছে একটি এক্স হ্যান্ডলে। এক তরুণীর দাবি করেছেন, রাতে নিজের ঘরের টেবিলে রাখা লাবুবু পুতুলটিকে তিনি চোখের পলক ফেলতে দেখেছেন! সেই পোস্টের নিচে আরও অনেকে মন্তব্য করেন যে, তাঁরাও পুতুলটির দেখে অস্বস্তিতে পড়েছেন। পরে যদিও সেই ভাইরাল পোস্টটি মুছে ফেলা হয়।

img

একাধিক নেটিজেন দাবি করেছেন, লাবুবু পুতুলকে বিছানার পাশে রেখে ঘুমানোর পর সকালে উঠে তাঁরা নিজেদের হাতে-পায়ে রহস্যময় আঁচড়ের দাগ দেখতে পেয়েছেন। তাঁদের দাবি, ঘুমাতে যাওয়ার আগে শরীরে কোনও আঘাত ছিল না। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, এটি কি শুধুই একটি পুতুল, নাকি তার চেয়েও ভয়ঙ্কর কিছু?

img

বিতর্ক উস্কে দিয়েছেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী অভিনেত্রী অর্চনা গৌতম। তাঁর ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখেছেন, “আমার এক আত্মীয়ের বান্ধবী এই পুতুলটি কিনেছিল। কেনার পর থেকেই তার বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে তার বিয়ে ভেঙে যায়। পুতুলটি বাড়ি আসার ঠিক পরের দিনই তার বাবার মৃত্যু হয়।” অর্চনা সকলকে সতর্ক করে বলেন, “এই পুতুলটি একেবারেই ভাল নয়। এটি সবকিছু ধ্বংস করে দেয়, জীবনকে ছারখার করে দেয়।” তবে এই আতঙ্কের আবহের মধ্যেই উল্টো ছবিও স্পষ্ট। করিনা কপূর, অনন্যা পাণ্ডে, উর্বশী রউতেলার মতো বলিউড অভিনেত্রীদের এই পুতুলকে ‘স্টাইল স্টেটমেন্ট’ হিসাবে ব্যবহার করতে দেখা গিয়েছে।

img

কেউ কেউ জানিয়েছেন, তাঁদের পুতুল রাতের অন্ধকারে নিজে থেকেই রং বা মুখের অভিব্যক্তি বদলে ফেলে। এক ব্যক্তি দাবি করেছেন, তিনি রাতে একটি গোলাপি রঙের লাবুবু রেখে শুয়েছিলেন, কিন্তু সকালে উঠে দেখেন পুতুলের রং বদলে নীল হয়ে গিয়েছে।

img

পুতুলটির মুখের গড়নের সঙ্গে বিখ্যাত হরর সিনেমা ‘দ্য এক্সরসিস্ট’-এর পাজুজু নামক শয়তানের মুখের মিল খুঁজে পেয়েছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় পাশাপাশি ছবি দিয়ে এই নিয়ে তৈরি হয়েছে নানা তত্ত্ব। যদিও এটিকে নিছক সমাপতন বা বলেই মনে করছেন অনেকে।

img

সব মিলিয়ে একটি সাধারণ খেলনা যে কীভাবে ইন্টারনেট যুগে এসে ভূতুড়ে গল্পের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে, লাবুবু বিতর্ক তারই জ্বলন্ত উদাহরণ।