আজকাল ওয়েব ডেস্ক: আজ জন্মাষ্টমী। দেশ জুড়ে শ্রীকৃষ্ণের জন্ম তিথি পালিত হচ্ছে। প্রতি বছর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের শিশু রূপ লাড্ডু গোপালকে পূজা করা হয়। 

জ্যেতিষশাস্ত্র অনুসারে, এবছর জন্মাষ্টমীর দিন বিরল যোগ শুরু হয়েছে। ৩০ বছর পর এই শুভক্ষণ সংমিশ্রণ তৈরি হয়েছে। এবছর জন্মাষ্টমীতে এমন যাগ তৈরি হয়েছে যা দ্বাপর যুগে কৃষ্ণের জন্মের সময় ছিল। আজ ২৬ অগস্ট জন্মাষ্টমীতে সর্বার্থ সিদ্ধি যোগ, গজকেশরী যোগ, শশ রাজযোগ গঠিত হবে। এছাড়াও কর্কট রাশিতে রয়েছে বুধ। যার কারণে উজ্জ্বল হবে চার রাশির ভাগ্য। আর্থিক লাভ থেকে কেরিয়ারে সাফল্য, সবেতেই ঘুমন্ত ভাগ্য জাগবে কোন কোন রাশির? জেনে নিন ঝটপট। 

বৃষ: এই রাশির অধিকারীদের চাকরি ও ব্যবসায় উন্নতি আসবে। আগের থেকে কাজের জায়গায় সাফল্য পাবেন। প্রেম-ব্যক্তিগত জীবনেও হবে প্রাপ্তি। সম্পত্তি, ধনদৌলতে ফুলে উঠতে পারেন। অনেক দিনের আটকে থাকা কাজ সম্পন্ন করতে পারবেন। 

কর্কট: জীবনে খুশির দিন আসবে। পেশাগত-ব্যক্তিগত সব দিকেই সুদিন ফিরবে। কয়েক ধাপ সাফল্যের সিড়ি বেয়ে উঠবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। ব্যবসার কাজেও ধন সম্পত্তি প্রাপ্তির যোগ আসবে। অবিবাহিতদের বিয়ের যোগ আসবে। সব কাজেই ভাগ্যের সম্পূর্ণ সহায়তা পাবেন।  

সিংহ: কেরিয়ারে সৌভাগ্যের প্রভাব পড়বে। পরিবারের সঙ্গে ভাল সম্পর্ক থাকবে। যে কাজে হাত দেবেন সবেতেই সাফল্য আসবে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। পরিবারের বিবাদ কেটে যাবে, মিটবে দাম্পত্য কলহ। বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। রাজনীতির সঙ্গে জড়িতরা সুদিনের মুখ দেখবেন।

বৃশ্চিক: এই রাশির অধিকারীরা কোনও ভাল খবর পেতে পারেন। পারিবারিক জীবনে পাবেন সুখ ও সমৃদ্ধি। জমি সংক্রান্ত সমস্যা মিটবে, সম্পত্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রেমে সাফল্য আসবে। মনের মানুষের সঙ্গে যাবতীয় সমস্যা কেটে যাবে। জীবনে সুখ-শান্তি বজায় থাকবে।