আজকাল ওয়েবডেস্ক: এবার থেকে জেলের ভিতরেই স্ত্রী কিংবা দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে শারীরিক মিলনের সুযোগ পাবেন বন্দিরা। শুক্রবার এমনই এক ‘সঙ্গম কক্ষ’-এর উদ্বোধন করা হল ইতালিতে। ইতালির বিচারব্যবস্থায় বন্দিদের স্ত্রী বা দীর্ঘমেয়াদী সঙ্গীদের সঙ্গে ব্যক্তিগত এবং অন্তরঙ্গ সাক্ষাতের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছিল আগেই। আদালতের রায়ের পরই, দেশটির বিচার মন্ত্রণালয় কারা কর্তৃপক্ষের জন্য কিছু নির্দেশিকা জারি করে। সেখানেই এই ধরনের বন্দোবস্তের প্রস্তাব দেওয়া হয়। তারপরেই চালু হল এই কক্ষ।


আদালতের নির্দেশিকায় বলা হয়, অন্তরঙ্গ সাক্ষাতের জন্য বন্দীদের একটি বিশেষ কক্ষের ব্যবস্থা করতে হবে। এই কক্ষে একটি বিছানা ও একটি শৌচাগার থাকবে এবং সাক্ষাতের সময়কাল সর্বোচ্চ দুই ঘণ্টা পর্যন্ত হতে পারে। নিরাপত্তার কারণে, কক্ষের দরজা সবসময় খোলা রাখতে হবে যাতে কারারক্ষীরা প্রয়োজনে হস্তক্ষেপ করতে পারেন।

নির্দেশিকা মেনেই ইতালির উমব্রিয়া অঞ্চলের একটি কারাগারে এই ব্যবস্থা করা হল। তবে এই ঘটনা ইউরোপে কিন্তু প্রথম নয়। ইতালির আগে ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইডেন এবং নেদারল্যান্ডের মতো দেশগুলির বেশ কিছু দেশে বন্দিদের ব্যক্তিগত সম্পর্কের অধিকারকে স্বীকৃতি দিয়ে এই ব্যবস্থা চালু করা হয়েছে।

ইতালির কারাগারগুলিতে বন্দীর সংখ্যা অন্য ইউরোপীয় দেশের তুলনায় অনেক বেশি এবং বন্দীদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও উদ্বেগজনক। এই পরিস্থিতিতে, কর্তৃপক্ষের আশা এই নতুন ব্যবস্থা বন্দীদের মানসিক স্বাস্থ্য ভাল রাখতে এবং পারিবারিক বন্ধন মজবুত করতে সহায়ক হবে।