আজকাল ওয়েবডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজকে নিউ জিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। খেলা তো ২২ গজের উপরেই হবে, কিন্তু ট্রফি জয় শুধু কি ভাল খেলার উপর নির্ভর করে? ট্রফি জয়ের জন্যে দরকার ভাগ্যের সহায়তাও। আজ কি ভাগ্য সঙ্গ দেবে টিম ইন্ডিয়ার? রোহিত শর্মার ছেলেরা কি কিউইদের টেক্কা দিতে পারবে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? দেখে নেওয়া যাক এক ঝলকে।

আগে দেখা যাক প্রতিপক্ষের ভাগ্যে কী রয়েছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী নিউ জিল্যান্ডের যে খেলোয়াড়টির উপর সবচেয়ে বেশি নজর রাখতে হবে তার নাম মিচেল স্যান্টনার। বুধ, শুক্র এবং কেতুর অবস্থান বলছে, স্যান্টনার আজ মাঠে দাপিয়ে বেড়াতে পারেন। তবে এক্ষেত্রে একটি বাধাও রয়েছে। সেটি হল তৃতীয় ঘরে কেতুর অবস্থান। যা অবাঞ্ছিত চোট লাগার কারণ হতে পারে।

অন্যদিকে ভারতের যে খেলোয়াড়ের উপর সবচেয়ে বেশি নজর থাকবে তিনি হলেন রোহিত শর্মা। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এখন তার রাহুর মহা দশা এবং বুধের অন্তর্দশা একই সঙ্গে চলছে। এই ধরনের অবস্থান মানুষের জীবনে সাফল্য ডেকে আনে। পাশাপাশি তাঁর ষষ্ঠ ঘরে অবস্থান করছে সূর্য। যা পরিকল্পনার সফল রূপায়ণে সহায়তা করে।

সব মিলিয়ে বিভিন্ন গ্রহের অবস্থান ভারতের পক্ষে। উপরন্তু ৯ মার্চ শ্রীবৎস যোগ রয়েছে। পুষ্য বা পূষম বা পূয়ম নক্ষত্র যখন রবিবার পড়ে তখন এই যোগ দেখা দেয়। শ্রীবৎস যোগ বিজয় এবং সাফল্যের প্রতীক। পাশাপাশি এদিন চন্দ্র এবং শুক্র পরস্পরের ৬০ ডিগ্রি কোণে অবস্থান করবে, যা ভারতকে চাপের মুখে জয় ছিনিয়ে আনতে সহায়তা করতে পারে। সব মিলিয়ে গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত করছে ফাইনালে চ্যাম্পিয়ন্স ট্রফি উঠতে চলেছে রোহিতের হাতেই।