আজকাল ওয়েবডেস্কঃ নখ ছোট হোক বা বড়, প্রায় প্রত্যেক মহিলাই কম-বেশি নেলপলিশ পরতে পছন্দ করেন। কেউ জামার সঙ্গে রং মিলিয়ে নেলপলিশ লাগান নখে, আবার কারওর নেলপলিশের রং নির্বাচন হয় একেবারে অন্যরকম। ইদানীং নেল আর্ট ফ্যাশনের অন্যতম অঙ্গ। তবে রোজকার ব্যস্ততায় সেইভাবে অনেকে নখের যত্ন নিতে পারেন না। ফলে একদিকে আগের নেল পলিশের খাপছাড়া অংশ নখ থেকে তোলাই হয় না। আবার অন্যদিকে, ড্রেসিং টেবিলে ভর্তি নামী দামি ব্র্যান্ডের নেলপলিশের শিশিও পড়েই থাকে। ফলে ব্যবহার করতে না করতেই সেইসব নেলপলিশ শুকিয়েও যায়। আর এক্ষেত্রে কয়েকটি টোটকা কাজে লাগাতে পারেন। তাহলেই নেলপলিশ ফের ব্যবহারের উপযোগী হয়ে উঠবে। 

১. একটি পাত্রে জল গরম করুন। তবে জল যেন বেশি গরম না হয় সেদিকে খেয়াল রাখুন। এবার সেই পাত্রে শুকিয়ে যাওয়া নেল পলিশের শিশিগুলো ডুবিয়ে দিন। অন্তত ২০ মিনিট রেখে ভালভাবে ঝাঁকিয়ে নিন। এতেই পাতলা হয়ে আসবে নেলপলিশ। দেখবেন আগের মতো দিব্যি ব্যবহার করতে পারবেন।

২. নেল পলিশের মধ্যে ২-৩ ফোঁটা থিনার দিন। তারপর দুই হাতের মধ্যে তা নিয়ে ঘষুন। ২ মিনিটের ধরে এমনটা করলেই নেলপলিশ ঠিক হয়ে যাবে। এইভাবে নেল পলিশের মধ্যে থিনার যোগ করলেও তা আগের অবস্থায় ফিরে আসবে। 

৩. রোদে রেখেও নেলপলিশ অবস্থা ঠিক করতে পারেন। কড়া রোদে আধ থেকে এক ঘণ্টা রেখে দিলেই শুকিয়ে যাওয়া নেল পলিশের হাল ফিরবে। কিছুক্ষণের মধ্যে নেলপলিশের বদল দেখতে পাবেন।