পুজো মানেই দেদার আনন্দ। সাজগোজ, আড্ডা, জমিয়ে খাওয়াদাওয়া আর রাতভর প্যান্ডেল হপিং। সারা বছর এই কয়েকটা দিনের জন্য অপেক্ষা করে থাকে বাঙালি। এদিকে টানা রাত জাগা, খাওয়াদাওয়ার অনিয়ম, যথেচ্ছ মেকআপের ব্যবহারে প্রভাব পড়ে ত্বকে। প্রাণহীন হয়ে যায় ত্বক। তাই বলে পুজোর সময়ে জেল্লা হারালে কি আর চলে! উৎসবের দিনগুলোয় এমনিতে খুব বেশি রূপচর্চার সময় থাকে না। দিন-রাত হইহুল্লোর, প্রিয়জনদের সঙ্গে ঘোরাঘুরিতে কেটে যায় চার-পাঁচটা দিন। তবে অল্প সময়েও খুব সহজে ত্বকের জৌলুস বজায় রাখা সম্ভব। যার জন্য ভরসা রাখতে পারেন কয়েকটি ঘরোয়া ফেসপ্যাকের ওপর। জেনে নিন সেই বিষয়ে-
*দুধ এবং মধুর মিশ্রণ- মধু এবং দুধের পাতলা পেস্ট করে মুখে মাখলে তা ত্বকের কোমলতা বজায় রাখতে ভাল কাজ করে। শুকনো ত্বকের জন্যেও এই পেস্ট অত্যন্ত কার্যকরী। মধু এবং দুধের মিশ্রণ শুষ্ক ত্বকের জেল্লা ফেরাতে সিদ্ধহস্ত।
*কলার ফেসপ্যাক- পাকা কলা এবং এক টেবিল চামচ মধুর মিশ্রণ ত্বকের জেল্লা ফেরাতে উপকারী। অযত্নের কারণে অনেক সময়েই ত্বকে কালচে ভাব আসে। সেক্ষেত্রে এই ফেসপ্যাক জেল্লা ফিরিয়ে আনে।
*চন্দনের ফেসপ্যাক- এক টেবিল চামচ চন্দনগুঁড়ো এবং তার সঙ্গে গোলাপজলের মিশ্রণ মুখে মাখলে ম্যাজিকের মতো কাজ করে। ত্বকের জন্য অত্যন্ত উপকারী এই ফেসপ্যাক।

*কফি দই এবং হলুদের ফেসপ্যাক- ২ টেবিল চামচ কফি, এক টেবিল চামচ হলুদ গুঁড়ো, এবং এক টেবিল চামচ দইয়ের মিশ্রণের ফেসপ্যাক ত্বকের জন্য খুবই উপকারী। খুব তাড়াতাড়ি এই ফেসপ্যাক ত্বকের জেল্লা ফেরাতে এবং উজ্জ্বল করতে পারে।
এছাড়া রাতভর ঠাকুর দেখলে, সকালে বাড়ি ফিরে স্নানের আগে মুখে একটু অলিভ অয়েল আর মধু মিশিয়ে ম্যাসাজ করে নিন। এই দুই উপকরণ ত্বক হাইড্রেটেড রাখতে সাহায্য করবে।ত্বকের জেল্লা ফেরাতে মুখে বরফ ঘষতে পারে। কিংবা এক বাটি বরফ জলে ৫ মিনিট মুখ ডুবিয়ে রাখতে পারেন।
