প্রায়ই দেখা যায় বাড়ি যতই পরিষ্কার রাখা হোক না কেন, কিছুদিনের মধ্যেই দেওয়াল, ছাদ বা ঘরের কোণায় আবার মাকড়সার জাল । এই জাল শুধু ঘরের সৌন্দর্য নষ্ট করে না, বরং ধুলো জমার কারণে অ্যালার্জিরও কারণ হতে পারে। বিশেষ করে উৎসবের মরসুমে যখন ঘর পরিষ্কারের কাজ শুরু হয়, তখন মাকড়সার জাল পরিষ্কার করাই হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ঘাবড়াবেন না, ঘরোয়া উপায়েই মিলবে সমাধান
মাকড়সার জাল দেখে চিন্তা করার কিছু নেই। কয়েকটি সহজ ঘরোয়া উপায়ে আপনি সহজেই জাল থেকে মুক্তি পেতে পারেন এবং ঘরকে একদম নতুনের মতো ঝকঝকে করে তুলতে পারেন। তবে পরিষ্কার শুরু করার আগে নিজের মুখ কাপড় বা মাস্ক দিয়ে ঢেকে নিন, যাতে ধুলো থেকে রক্ষা পাওয়া যায়।

ঝাড়ু বা ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন
দীর্ঘ হাতলওয়ালা ঝাড়ু বা কাঠের লাঠির সাহায্যে ছাদ এবং উঁচু কোণাগুলি থেকে জাল সরানো সবচেয়ে সহজ উপায়। বাড়িতে যদি ভ্যাকুয়াম ক্লিনার থাকে, তাহলে আরও ভাল। সেটি দিয়ে কাজে লাগালে ধুলো এবং জাল, দুটোই একসঙ্গে পরিষ্কার হয়ে যাবে।

মাকড়সাকে দূরে রাখতে তৈরি করুন প্রাকৃতিক স্প্রে
মাকড়সার জাল যাতে আবার না গজায়, তার জন্য বাড়িতে একটি সহজ স্প্রে তৈরি করা যায়। একটি স্প্রে বোতলে দু’কাপ জল, আধ কাপ ভিনিগার এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি দেওয়াল, দরজা–জানলার কোণ এবং ছাদের ধারে স্প্রে করুন।

ভিনিগার এবং লেবুর গন্ধ মাকড়সাদের অপছন্দ, ফলে তারা ওই জায়গায় আর জাল তৈরি করতে আসে না।

ঘরে আনুন পুদিনা বা ল্যাভেন্ডারের সতেজ গন্ধ
ইচ্ছা করলে স্প্রেতে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার বা পুদিনা এসেনশিয়াল অয়েলও যোগ করতে পারেন। এই গন্ধ মাকড়সারা সহ্য করতে পারে না, আবার ঘরে এক ধরনের সতেজ সুবাসও ছড়িয়ে পড়ে।

নিয়মিত পরিষ্কার রাখুন বাড়ি
সবচেয়ে কার্যকর উপায় হল নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্নতা বজায় রাখা। সপ্তাহে অন্তত একবার দেওয়াল, ছাদ, পর্দা এবং জানালার চারপাশের ধুলো ঝেড়ে ফেলুন। দেওয়ালে তেল বা ধুলো জমতে দেবেন না, কারণ মাকড়সারা এমন জায়গাতেই জাল তৈরি করতে পছন্দ করে।

সামান্য সতর্কতা আর কয়েকটি ঘরোয়া উপায় মেনে চললে আপনি কোনও কেমিক্যাল ব্যবহার না করেই বাড়িকে মাকড়সার জালমুক্ত রাখতে পারবেন। ফলে উৎসব বা অতিথি আসার আগে ঘর পরিষ্কার করতে আর কষ্ট হবে না। অল্প সময়েই ঘর ঝকঝকে এবং সতেজ হয়ে উঠবে।