আজকাল ওয়েবডেস্ক: সব মহিলাদেরই সাজগোজ কম-বেশি পছন্দ। খুব চড়া মেকআপ না করলেও কাজল আর লিপস্টিকের যুগলবন্দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বেশিরভাগ মহিলার। ভারতীয় কিংবা পাশ্চাত্য, পোশাক যেমনই হোক, কাজল সবেতেই মানানসই। চোখের সৌন্দর্য্য বাড়ানোর জন্য কাজলের জুড়ি মেলা ভার। অনেক মহিলার রোজকার সাজের সঙ্গী কাজল। কিন্তু হঠাৎ করে যদি সেই কাজল শেষ হয়ে যায় তাহলে মুশকিলে পড়তেই হয় বৈকী! তখন অনলাইন ডেলিভারির জন্য অপেক্ষা না করে বাড়িতেই বানিয়ে নিতে পারেন কাজল। হ্যাঁ, সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি সেই কাজলে চোখের ক্ষতি হওয়ার আশঙ্কাও কম থাকে।
বাজার চলতি সব প্রসাধনীতে রাসায়নিক রয়েছে। দীর্ঘদিন সেই রাসায়নিকযুক্ত কাজল ব্যবহার না করে ঘরেই পাতুন কাজল। এতে যেমন খরচও বাঁচবে, তেমনই চোখের স্বাস্থ্যও ভাল থাকবে। সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি হয়ে যাবে মহিলাদের প্রিয় প্রসাধনী। জেনে নিন সহজ পদ্ধতি-
উপকরণ: একটি প্রদীপ, একটি মাঝারি মাপের প্লেট, ঘি, কয়েক ফোঁটা আমন্ড তেল, কাজল রাখার কৌটো।
কীভাবে বানাবেন: একটি থালায় প্রদীপ নিয়ে তাতে ঘি দিয়ে দিন। তারপর আরেকটি থালা ওই প্রদীপের উপর উল্টো করে ধরুন। দেখবেন ধীরে ধীরে থালায় কালি পড়ছে। কয়েক মিনিট থালাটি প্রদীপের উপর ধরে রেখে সরিয়ে নিন। দেখবেন সেখানে একটি কালো স্তর তৈরি হয়েছে। এই কালো স্তরটি ঘি ও আমন্ড তেল দিয়ে ঘষে ঘষে তুলে কাজল রাখার কৌটোতে ভরে নিন। এবার ঠান্ডা হয়ে গেলেই তৈরি আপনার কাজল। বাড়িতে তৈরি এই কাজল পরার সময় পুরোনো কাজল পেনসিলের ডগার সাহায্য নিতে পারেন।
যে কোনও ফ্লেভার অর্থাৎ গন্ধের কাজলও বাড়িতে তৈরি করা যায়। চাইলে কর্পূর, চন্দন কাঠের গুঁড়ো দিয়েও বানাতে পারেন। এই ধরনের প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কাজল চোখের পাতা গজাতে সাহায্য করে। কর্পূর ব্যবহার করলে তা চোখকে ঠান্ডা রাখতে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে।
