আজকাল ওয়েব ডেস্ক: অফিস শেষে যেতে হবে অনুষ্ঠানে। মেকআপ করার সময় যে একেবারে  নেই! এদিকে তাড়াহুড়ো করলে মনের মতো সাজও হবে না। উপরন্তু কর্মব্যস্ততার জীবনে ত্বকে ফুটে উঠবে বয়সের ছাপ। তবে জানেন কি মাত্র ১০ মিনিট মেকআপ করেই আপনি ১০ বছর বয়স কমিয়ে দিতে পারেন। জেনে নিন সেই সহজ কৌশল।

মেকআপ মানেই জমকালো পোশাক নয়। হালকা শাড়ি আর খানিকটা ভারী কাজের ব্লাউজেও হয়ে উঠতে পারেন মোহময়ী। সঙ্গে থাকুক সাদামাটা মেকআপ আর খোলা চুল। তাহলেই অনুষ্ঠানে আপনার থেকে নজর সরবে না কারওর।

মেকআপ শুরুর আগে প্রথমে ভাল করে  ক্রিম-বেসড ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। তারপর টোনার ও ময়শ্চারাইজ়ার লাগাতে হবে। চাইলে ফেস মাস্কও ব্যবহার করতে পারেন। কয়েক মিনিট অপেক্ষা করে লাগান প্রাইমার। চোখের নীচে কালো দাগছোপ বেশি থাকলে, অবশ্যই কনসিলার লাগিয়ে নিতে হবে। তারপর ত্বকের রঙের সঙ্গে মানানসই ফাইন্ডেশন লাগিয়ে সারা মুখে ব্লেন্ড করুন ভালভাবে। চোখের তলায়, নাক বা ঠোঁটের পাশে যাতে ঘাম না হয়, তাই পাউডার দিয়ে সেট করে নিতে পারেন।

ভ্রূ আঁচড়ে নিন। এবার চোখে কাজল ও পোশাকের রঙের সঙ্গে মানিয়ে আইলাইনার পরুন। চাইলে মাস্কারাও দিতে পারেন। মুখ সঠিকভাবে কনট্যুর করার জন্যে গাল ও চোখের চারপাশে এঁকে নিন। তারপর একটি কনট্যুরিং ব্রাশ দিয়ে ভাল করে তা মিশিয়ে নিন। ক‍নট‍্যুর ঠিক হওয়া অত‍্যন্ত জরুরি।

গালের দু’পাশে লালচে আভা দিতে হালকা করে ব্লাশ ব্যবহার করতে পারেন। ব্লাশ না থাকলে লিপস্টিক দিয়েই কাজ চালিয়ে নিতে পারেন। গালে, নাকের উপর লম্বা করে হাইলাইটার দিলে মুখ দ্যুতিময় হয়ে উঠবে। ঠোঁটে লিপলাইনার লাগিয়ে ন্যুড লিপস্টিক লাগিয়ে নিন। এতে পুরো লুকই বদলে যাবে।

চুল যেন রুক্ষ না লাগে তার জন্য ভাল করে সিরাম ব্যবহার করুন। তাহলে চুল খোলা রাখলেও মোহময়ী দেখাবে। তবে চুলের জেল্লা কম থাকলে বেঁধে রাখাই ভাল।